বার্নপুর আইএসপি মডেল ইংলিশ স্কুলের প্রথম বাৎসরিক কনসার্ট অনুষ্ঠিত



বার্নপুরে সেল আইএসপি পরিচালিত আইএসপি মডেল ইংলিশ স্কুল তাদের প্রথম বাৎসরিক কনসার্টের আয়োজন হলো কনফ্লুয়েন্স-এ। অনুষ্ঠানের সূচনা ছাত্রীদের পরিবেশিত গণেশ বন্দনার নৃত্যের মাধ্যমে হয়। কনসার্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন আইএসপি-র ডিরেক্টর ইনচার্জ বিপি সিং এবং অন্যান্য শীর্ষস্থানীয় কর্মকর্তারা প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে।



উপস্থিত বিশিষ্ট অতিথিদের মধ্যে ছিলেন ডিরেক্টর ইনচার্জ বিপি সিং, ডঃ নবিতা সিং, ইডি (ওয়ার্কস) দীপতেন্দু ঘোষ, ইডি (প্রোজেক্টস) সুরজিৎ মিশ্র , ইডি (এম এম) অভিক দে , ইডি (এফ অ্যান্ড এ) অরূপ মুখার্জি, সিএমও ডঃ সুশান্ত সিনহা এবং পূর্ণিমা পাল।

 অনুষ্ঠানে আগের ক্লাসে আয়োজিত রঙতুলি, অঙ্কন এবং গল্প বলার প্রতিযোগিতায় বিজয়ীদের শংসাপত্র প্রদান করা হয়।



নিজ বক্তব্যে ডিরেক্টর ইনচার্জ বিপি সিং  স্কুলের উন্নতি এবং ছাত্রছাত্রীদের সার্বিক বিকাশের জন্য প্রাতিষ্ঠানিক সহায়তার প্রতিশ্রুতি দেন। এবারের বাৎসরিক কনসার্ট "উইন্টার ওয়ান্ডারল্যান্ড"-এর থিমে অনুষ্ঠিত হয়। এই থিমের গল্পের সঙ্গে সামঞ্জস্য রেখে ছাত্রছাত্রীরা অভিনয়, নৃত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করে।

অনুষ্ঠানে উপস্থিত অভিভাবকরা করতালির মাধ্যমে ছাত্রছাত্রীদের উৎসাহ দেন। স্কুলের প্রথম বাৎসরিক কনসার্টে ছাত্রছাত্রীদের অসাধারণ পারফরম্যান্স দেখে শিক্ষক-শিক্ষিকারা ও কর্মকর্তারা প্রশংসা করেন।


এই অনুষ্ঠান বিষয়ে জানান স্কুল ইনচার্জ পারুল রাঠোর

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ