জামুড়িয়ার নিউ কেন্দা জিনিয়াস লার্নিং স্কুলে আজ, শুক্রবার,আনুষ্ঠানিক ভাবে বার্ষিক অনুষ্ঠান উদযাপিত হলো। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অলিম্পিয়ান ও ইন্টারন্যাশনাল মেডেলিস্ট রাইফেল শুটার ক্যাপ্টেন V. S. M. (Retd.) ভাগীরথ সমাই, প্রাক্তন সিনিয়র প্রিন্সিপাল সাইন্টিস্ট C. M. E. R. I দুর্গাপুর বি এন সিং, জামুরিয়ার প্রাক্তন বিধায়ক জাহারানা খান, ছড়া বপদেব চতুষ্পতি প্রিন্সিপাল কার্তিক কুমার মুখোপাধ্যায়, নিউ কেন্দা ই সি এলের এজেন্ট প্রদীপ বিশ্বাস, ম্যানেজার সঞ্জয় কুমার মন্ডল, রানীগঞ্জ মারওয়ারী সনাতন বিদ্যালয়ের সভাপতি মহেশ কুমার কালোটিয়া, বাঁকুড়া খ্রিস্টান কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর সৌমেন গোস্বামী, জিনিয়াস লার্নিং স্কুলের চেয়ারম্যান বিশ্বজিৎ চ্যাটার্জী, এডুকেটার ও এডভাইজার হরিদাস মুখার্জি এবং স্কুলের প্রিন্সিপাল ফিরোজা বেগম।
প্রিন্সিপাল ফিরোজা বেগম জানান, ২০০৫ সালে মাত্র ১১ জন ছাত্র-ছাত্রী নিয়ে যাত্রা শুরু হলেও, বর্তমানে ২০২৫ সালে এই স্কুলের ছাত্র-ছাত্রী সংখ্যা প্রায় ৬০০-তে পৌঁছেছে। তিনি এই সফলতার কৃতিত্ব স্কুলের শিক্ষাকর্মীদের কঠোর পরিশ্রম এবং শিক্ষার্থীদের অধ্যবসায়কেই দেন।
অনুষ্ঠানের সূচনা হয় অতিথিদের বরণ করার মধ্য দিয়ে, এরপর প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে বার্ষিক অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। দিনভর নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ছাত্র-ছাত্রীরা তাদের প্রতিভা প্রদর্শন করে। নৃত্য, নাটক এবং বিভিন্ন পরিবেশনার মাধ্যমে তারা অনুষ্ঠানের জাঁকজমক বৃদ্ধি করে। আগত অতিথিরাও তাদের মূল্যবান বক্তব্যের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের অনুপ্রাণিত করেন।
বার্ষিক অনুষ্ঠানের পাশাপাশি স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণও অনুষ্ঠিত হয়। অতিথিবৃন্দ বিজয়ী ছাত্র-ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভকামনা জানান।
সারাদিনজুড়ে মনোমুগ্ধকর পরিবেশে আয়োজিত এই অনুষ্ঠানে স্কুলের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা মিলিত হয়ে এক আনন্দঘন মুহূর্তের সাক্ষী হন। জমকালো আয়োজনের মধ্য দিয়ে সফলভাবে সম্পন্ন হলো জামুড়িয়া নিউ কেন্দা জিনিয়াস লার্নিং স্কুলের বার্ষিক অনুষ্ঠান।
0 মন্তব্যসমূহ
ধন্যবাদ