আসানসোলে প্রধানমন্ত্রী ভারতীয় জন ঔষধি কেন্দ্রের চতুর্থ শাখার শুভ উদ্বোধন

 



আসানসোলের এসবি গোরাই রোডে, সেন্ট ভিনসেন্ট স্কুলের নিকট গীতশ্রী অ্যাপার্টমেন্টে বৃহস্পতিবার সন্ধ্যায় শুভ উদ্বোধন হয়ে গেল প্রধানমন্ত্রী ভারতীয় জন ঔষধি কেন্দ্রের।

এই কেন্দ্রের ফিতে কেটে ও প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে উদ্বোধন করেন কেন্দ্রের কর্ণধার অঞ্জনা পাল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিকিৎসক অনকেশ রঞ্জন পাল, আইনজীবী ইন্দ্রনীল ঘোষসহ আরও অনেকে।

এই জন ঔষধি কেন্দ্রের মাধ্যমে সাধারণ মানুষ কম দামে মানসম্মত ওষুধ পাওয়ার সুযোগ পাবেন। জানা গেছে, এখানে ব্র্যান্ডেড ওষুধের তুলনায় ৫০ থেকে ৯০ শতাংশ কম দামে WHO-GMP ও NABL পরীক্ষিত ওষুধ সরবরাহ করা হবে।





এদিন কর্ণধার অঞ্জনা পাল ও চিকিৎসক অনকেশ রঞ্জন পাল জানান, এটি তাঁদের চতুর্থ প্রধানমন্ত্রী ভারতীয় জন ঔষধি কেন্দ্র। প্রায় আট বছর আগে আসানসোলের মহিশীলা এলাকায় প্রথম কেন্দ্রটি খোলা হয়। সাধারণ মানুষের ক্রমবর্ধমান চাহিদার কথা মাথায় রেখেই বর্তমানে চতুর্থ কেন্দ্রটি চালু করা হয়েছে।

অন্যদিকে, যাঁরা নিয়মিত প্রধানমন্ত্রী ভারতীয় জন ঔষধি কেন্দ্রের ওষুধ ব্যবহার করেন, তাঁদের বক্তব্য—এখানে অনেকটাই কম দামে মানসম্মত ওষুধ পাওয়া যায়, যা সাধারণ মানুষের জন্য অত্যন্ত উপকারী।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ