জেনেক্স এক্সোটিকা বোর্ড ম্যানেজার্স নির্বাচন সম্পন্ন – টানা চতুর্থবারের মতো সচিব নির্বাচিত হলেন পুরনেন্দু চৌধুরী (টিপু)

 





আসানসোল: ২৫ মে ২০২৫ তারিখে জেনেক্স এক্সোটিকা আবাসনের বোর্ড ম্যানেজার্স নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়। এই নির্বাচনের মাধ্যমে মোট ৪৮ জন মালিক বোর্ড সদস্য হিসেবে নির্বাচিত হন।
নির্বাচন কমিশন যথেষ্ট দক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে গোটা প্রক্রিয়াটি পরিচালনা করেন। নির্বাচন কমিশনের সদস্যরা ছিলেন:
শ্রী সতীশ মিহারিয়া
শ্রী জয়দীপ বন্দ্যোপাধ্যায়
শ্রী সুশান্ত মুখার্জী
শ্রী গোবিন্দ গোপাল বন্দ্যোপাধ্যায়
অ্যাডভোকেট অভিরূপ গাঙ্গুলী
২৬ মে এক শপথগ্রহণ অনুষ্ঠানে নির্বাচন কমিশন বিজয়ীদের হাতে সার্টিফিকেট তুলে দেন।
পরবর্তী বৈঠকে ড. উজ্জ্বলমনি মুখার্জীর পরিচালনায় সর্বসম্মতিক্রমে পুরনেন্দু চৌধুরী (টিপু)-কে চতুর্থবারের জন্য সচিব এবং অনুপ মন্ডল-কে সভাপতি নির্বাচিত করা হয়।
বিদায়ী সভাপতি ড. গৌতম বন্দ্যোপাধ্যায় নবনির্বাচিত কমিটির হাতে দায়িত্ব তুলে দেন এবং তাঁর অভিজ্ঞতা ভাগ করে নিয়ে নেতৃত্ব পরিবর্তনকে সৌহার্দ্যপূর্ণভাবে সম্পন্ন করেন।




অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজের একাধিক বিশিষ্ট সদস্য, যাঁদের মধ্যে ছিলেন:
ড. জয়ন্ত খান
শ্রী ত্রিদীপ মন্ডল
ড. মহুয়া দত্ত
ড. নিশা আগরওয়াল
ড. মধুমিতা জামিন্দার
শ্রী অনুপ গুপ্ত
শ্রী সমীর ঠাকুর
শ্রীমতি স্বপ্না ভট্টাচার্য
শ্রী দেবমাল্য ঘোষ (রাজা)
শ্রীমতি নীলম পান্ডে
এবং আরও অনেকে, যাঁদের উপস্থিতি এই অনুষ্ঠানে এক বিশেষ গুরুত্ব যোগ করে।
নির্বাচন ও নেতৃত্ব গ্রহণ অনুষ্ঠানটি ছিল সৌহার্দ্য, গর্ব এবং গণতান্ত্রিক চেতনার এক অনন্য উদাহরণ।






একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ