"মেক ইন ইন্ডিয়া" ব্র্যান্ড হিসেবে পরিচিত ADO কোম্পানির পক্ষ থেকে এবং মা কালী এন্টারপ্রাইজ-এর সহযোগিতায় বাঁকুড়া ও পুরুলিয়া জেলার ডিলারদের নিয়ে এক বিশেষ ডিলার মিট অনুষ্ঠিত হলো আসানসোলের চৌরঙ্গী মোড় সংলগ্ন এক বেসরকারি হোটেলে।
ADO নির্মাণ রাসায়নিক ও সমাধানে বিশেষজ্ঞ প্রতিষ্ঠান, যারা কংক্রিট নির্মাণ, সংরক্ষণ, উন্নয়ন এবং মেরামতের জন্য নানান ধরনের আধুনিক পণ্য সরবরাহ করে। অনুষ্ঠানে দুই জেলার সফল ডিলারদের মধ্যে ব্যবসার নিরিখে শীর্ষ তিনজনকে সংবর্ধনা ও পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে ADO কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর সঞ্জীব পারিয়াল সংস্থার দৃষ্টিভঙ্গি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। উপস্থিত ছিলেন কোম্পানির ডিরেক্টর সৌরভ দাস, মা কালী এন্টারপ্রাইজের চিন্ময় পারামানিক, ও কাজল ঘোষ।
এই অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ADO রেড অক্সাইড প্রোডাক্টের লঞ্চ, যা উপস্থিত সকল ডিলারদের সামনে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়। জানা যায়, ADO ২০০৯ সালে পথচলা শুরু করে এবং ইতিমধ্যেই ৬ বার ন্যাশনাল অ্যাওয়ার্ড অর্জন করেছে, যেখানে ২০১৭ সালে সপ্তম বারের জন্য যুগ্ম ন্যাশনাল অ্যাওয়ার্ডে ঘোষিত হয় এই সংস্থা।
ম্যানেজিং ডিরেক্টর সঞ্জীব পারিয়াল বলেন, “আমাদের লক্ষ্য হলো আধুনিক নির্মাণের ক্ষেত্রে গুণমান বজায় রেখে সাশ্রয়ী ও টেকসই সমাধান প্রদান করা।”
উপস্থিত ডিলার ও অতিথিদের অংশগ্রহণে অনুষ্ঠানটি অত্যন্ত সাফল্যমণ্ডিত হয়।
0 মন্তব্যসমূহ
ধন্যবাদ