দুর্গাপুর: মাইন্ডমন্ত্রা আবাকাস ও ইমাজিনিয়ার্স একাডেমির পরিচালনায় দুর্গাপুর আজোনের হর্ষবর্ধন রোডে অবস্থিত সুখান্ত স্পোর্টিং ক্লাবে ২৫শে মে ২০২৫ অনুষ্ঠিত হল এক বর্ণাঢ্য গণিত প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় ১০০-র বেশি ছাত্রছাত্রী অংশগ্রহণ করে।
মাইন্ডমন্ত্রা আবাকাস শুধুমাত্র এই জোনেই নয়, উখড়া ও বেনাচিতিতেও তাদের শাখা চালু রেখেছে। প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন মাইন্ডমন্ত্রার হেড অফিস থেকে আগত মিস্টার শৈবল সেনশর্মা। তিনি অভিভাবকদের আবাকাস সম্পর্কে বিস্তারিত তথ্য দেন ও শিশুদের মস্তিষ্ক বিকাশে এর গুরুত্ব ব্যাখ্যা করেন।
এই প্রতিযোগিতা ঘিরে ছাত্রছাত্রীদের মধ্যে ছিল চরম উৎসাহ ও উত্তেজনা। সফলভাবে অনুষ্ঠান সম্পন্ন হওয়ায় আয়োজকদের ভূয়সী প্রশংসা করেন অভিভাবকরা।
0 মন্তব্যসমূহ
ধন্যবাদ