সাত সকালে মর্মান্তিক পথ দুর্ঘটনা: অটো চালকের মৃত্যু, যাত্রী গুরুতর আহত

 




মঙ্গলবার ভোরে আসানসোল দক্ষিণ থানার ভগৎ সিং মোড় সংলগ্ন জিটি রোডে এক ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটে। একটি অটো কুমারপুর থেকে যাত্রী নিয়ে আসানসোল স্টেশনের দিকে যাচ্ছিল। পথে ভগৎ সিং মোড় সংলগ্ন এলাকায় একটি দ্রুতগতির ট্রাক অটোটিকে ধাক্কা মারে।


প্রত্যক্ষদর্শীদের মতে, ধাক্কার প্রভাবে অটোটির সামনের অংশ সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গুরুতর জখম অবস্থায় অটো চালক ও যাত্রীকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকেরা অটো চালক নিসার খানকে (কুমারপুরের বাসিন্দা) মৃত ঘোষণা করেন। আহত যাত্রীকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা চলছে।

এই দুর্ঘটনা এলাকায় শোকের ছায়া ফেলেছে। স্থানীয় বাসিন্দারা ট্রাফিক নিয়ন্ত্রণে প্রশাসনের উদাসীনতার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ