কুলটি: নিয়ামতপুরের রাধানগর রোড এলাকায় ডাম্পার থেকে উড়ে আসা ছাইয়ের কারণে স্থানীয় বাসিন্দারা ব্যাপক সমস্যায় পড়েছেন। এই সমস্যা থেকে মুক্তি পেতে স্থানীয়রা একযোগে প্রতিবাদে নেমে আসেন এবং সড়ক অবরোধ করেন। এই বিক্ষোভের ফলে এলাকায় যান চলাচলে বিঘ্ন ঘটে এবং সাধারণ মানুষ সমস্যার সম্মুখীন হন।
স্থানীয় বাসিন্দা জানান, “ডাম্পার থেকে উড়ে আসা ছাইয়ের কারণে আমাদের দৈনন্দিন জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। আমরা বাধ্য হয়ে রাস্তা অবরোধ করেছি, কারণ ছাই আমাদের স্বাস্থ্য ও পরিবেশ—দুইয়ের পক্ষেই বিপজ্জনক।”
প্রদর্শনকারীরা পুলিশ ও প্রশাসনের কাছে তাদের দাবি তুলে ধরেন। পুলিশ সূত্রে জানা যায়, এই সমস্যার সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে আগামী সাত দিনের মধ্যে। তবে স্থানীয়দের হুঁশিয়ারি—সমাধান না হলে ভবিষ্যতে আরও বৃহৎ আন্দোলনে যাবেন তারা।
এদিন প্রশাসন ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে এবং আন্দোলনকারীদের শান্তিপূর্ণভাবে দাবি জানাতে অনুরোধ করে। এলাকাবাসীদের দাবি, ডাম্পারের চলাচলের ওপর কড়া নিয়ন্ত্রণ আরোপ করতে হবে। দীর্ঘদিন ধরে চলা এই সমস্যার স্থায়ী সমাধানে প্রশাসন কী পদক্ষেপ নেয়, এখন সেদিকেই তাকিয়ে রয়েছে রাধানগরের মানুষ।







0 মন্তব্যসমূহ
ধন্যবাদ