জামুড়িয়ায় পরিষ্কার পানীয় জলের দাবিতে বিজেপির বিক্ষোভ, পঞ্চায়েত অফিস ঘেরাও।

 



জামুড়িয়া: গত কয়েকদিন ধরে জামুড়িয়ার বিভিন্ন এলাকায় পরিষ্কার পানীয় জলের তীব্র সংকট দেখা দিয়েছে। অনেক স্থানে নলকূপ ও পাইপলাইনের জল মলিন ও দুর্গন্ধযুক্ত হয়ে উঠেছে, যা পান করে অনেক বাসিন্দা অসুস্থ হয়ে পড়ছেন। এই পরিস্থিতির প্রতিবাদে ও দাবিদাওয়ার ভিত্তিতে আজ জামুড়িয়া বিজেপি গ্রামীণ মণ্ডল-১-এর পক্ষ থেকে হিজলগড়া গ্রাম পঞ্চায়েত অফিস ঘেরাও করা হয় এবং প্রধানের হাতে স্মারকলিপি তুলে দেওয়া হয়।




ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ছিল। বিজেপি নেতারা জানান, যদি এক মাসের মধ্যে পানীয় জলের সমস্যা না মেটে, তাহলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে বিজেপি।
বিজেপি গ্রামীণ মণ্ডল-১-এর সভাপতি পিনাকী রায় বলেন, “বহুদিন ধরে পরিষ্কার জলের জন্য মানুষ আন্দোলন করছেন, কিন্তু কোনো সুরাহা হয়নি। আজ আমরা ৬ দফা দাবিতে এই ঘেরাও করেছি। শুধু পরিষ্কার জলই নয়, অবৈধ বালি ও কয়লা চুরিও বন্ধ করার দাবি জানানো হয়েছে।”
তিনি আরও বলেন, “স্বাধীনতার ৭৯ বছর পরও যদি মানুষকে পানীয় জলের দাবিতে আন্দোলন করতে হয়, তা হলে সেটা অত্যন্ত লজ্জার বিষয়। আমরা শুধু স্মারকলিপি দিয়ে থেমে থাকব না।”


পঞ্চায়েত প্রধান প্রথমে এই সমস্যার কথা অস্বীকার করলেও পরে স্বীকার করেন যে জল সমস্যা রয়েছে এবং তার সমাধানে কাজ চলছে। তিনি জানান, ‘জল জীবন মিশন’ প্রকল্পের অধীনে পাইপলাইন বসানোর কাজ চলছে, যার জন্য মাটি খোঁড়ার কাজও করা হচ্ছে। খুব শীঘ্রই এই সমস্যা মিটে যাবে এবং রাস্তারও মেরামত করা হবে।”
স্থানীয়রা আপাতত প্রশাসনের পদক্ষেপের দিকে নজর রাখছেন, তবে সমস্যা না মিটলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের আশঙ্কা রয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ