চাকরির নিরাপত্তা ও ন্যায্য অধিকারের দাবিতে আসানসোল ডিআরএম অফিসের সামনে ইস্টার্ন রেলওয়ে মেন্স ইউনিয়নের বিক্ষোভ

 



বিভিন্ন দাবির সমর্থনে ইস্টার্ন রেলওয়ে মেন্স ইউনিয়নের পক্ষ থেকে আসানসোলের ডিআরএম অফিসের সামনে এক বিক্ষোভ ও ধর্ণা কর্মসূচির আয়োজন করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের বহু সদস্য।



ইউনিয়নের নেতা সুধীর রায় অভিযোগ করেন, রেল মন্ত্রক প্রতিটি বিভাগে ব্যাপকভাবে আউটসোর্সিংয়ের পথ নিচ্ছে, যার ফলে সাধারণ মানুষ কাজ পাচ্ছেন না এবং বহু পদ ফাঁকা পড়ে থাকা সত্ত্বেও তা পূরণ করা হচ্ছে না। তিনি আরও বলেন, রেলকর্মীদের সঙ্গে রেল কর্তৃপক্ষ দুর্ব্যবহার করছে।


বিশেষভাবে তিনি উল্লেখ করেন, লোকো রানিং স্টাফদের পর্যাপ্ত বিশ্রাম ছাড়াই টানা ট্রেন চালাতে হচ্ছে, যা কর্মী ও যাত্রী উভয়ের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে। অথচ তাদের অতিরিক্ত কাজের জন্য ওভারটাইম বা অন্যান্য কোনও সুবিধাও দেওয়া হচ্ছে না।
তিনি দাবি করেন, প্রতিটি কর্মীকে তার পদের যোগ্য অনুযায়ী কাজ দেওয়া হোক এবং রেল কর্তৃপক্ষ যেন কর্মীদের সঙ্গে সঠিক আচরণ করে। অপমান ও গালিগালাজ কোনওভাবেই বরদাস্ত করা হবে না।
এইসব দাবিগুলির ভিত্তিতে ইস্টার্ন রেলওয়ে মেন্স ইউনিয়নের পক্ষ থেকে ডিআরএম অফিসে একটি স্মারকলিপিও জমা দেওয়া হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ