ভোট রক্ষা অভিযানে তৃণমূল, আসানসোলে সাংবাদিক বৈঠকে জানালেন জেলা সভাপতি নরেন চক্রবর্তী





আসানসোলের রাহা লেন-এ অবস্থিত তৃণমূল কংগ্রেস পার্টি কার্যালয়ে আজ পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি নরেন চক্রবর্তী-র নেতৃত্বে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন জামুড়িয়ার বিধায়ক হরিরাম সিংহ, তৃণমূল নেতা ভি. শিবদাসন দাসু, ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক সহ অন্যান্য নেতৃত্ব।




সাংবাদিক সম্মেলনে নরেন চক্রবর্তী জানান, “আমরা দেখেছি অন্যান্য রাজ্যে কীভাবে বিজেপি ভুয়ো ভোটার ঢুকিয়ে ভোটার তালিকা প্রভাবিত করেছে, যাতে তারা জয়লাভ করতে পারে। সেই ষড়যন্ত্র যেন বাংলায় সফল না হয়, তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ভোট রক্ষা অভিযান’ শুরু করেছেন।”



এই অভিযানে তৃণমূল কংগ্রেসের কর্মীরা শহর, ব্লক ও পঞ্চায়েত স্তরে আসল ভোটারদের চিহ্নিত করার কাজ করবেন। নির্বাচন কমিশনের BLO-১ এবং BLO-২ ব্যবস্থার পাশাপাশি, তৃণমূল আরও দুটি স্তর যুক্ত করেছে—একটি ব্লক ও শহর স্তরে, অপরটি পঞ্চায়েত স্তরে।
নরেন চক্রবর্তী আরও জানান, “গতকালই মুখ্যমন্ত্রী এই ডিজিটাল ভোট রক্ষা অভিযানের সূচনা করেছেন। রাজ্যজুড়ে প্রায় ১ লক্ষ তৃণমূল কর্মী এই অভিযানে যুক্ত হয়েছেন। তাদের হাতে অত্যাধুনিক যন্ত্রপাতি তুলে দেওয়া হয়েছে এবং 'দিদির দূত' অ্যাপের মাধ্যমে এই অভিযান আরও কার্যকর হবে।”
সাংবাদিক বৈঠকে স্পষ্টভাবে জানানো হয়, ভুয়ো ভোটারদের নাম ভোটার তালিকায় যাতে না ওঠে, তার জন্য তৃণমূল সর্বাত্মক প্রচেষ্টা চালাবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ