মুর্শিদাবাদে হরগোবিন্দ দাস ও তাঁর পুত্রকে হত্যার প্রতিবাদে আসানসোলে বিজেপির বিক্ষোভ, নেতৃত্বে বিধায়ক অগ্নিমিত্রা পাল

 



মুর্শিদাবাদে দুষ্কৃতী দের হাতে হরগোবিন্দ দাস এবং তাঁর পুত্র নির্মমভাবে নিহত হওয়ার ঘটনায় রাজ্যজুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে। সেই ঘটনার বিরুদ্ধে আজ আসানসোল দক্ষিণ বিধানসভা এলাকার ত্রিবেণী মোড়ে বিজেপির পক্ষ থেকে পথ অবরোধ কর্মসূচি গ্রহণ করা হয়। এই কর্মসূচির নেতৃত্বে ছিলেন আসানসোল দক্ষিণের বিধায়িকা অগ্নিমিত্রা পাল




ঘটনা প্রসঙ্গে বিধায়ক বলেন, “মুর্শিদাবাদে যেভাবে প্রতিমা তৈরির কারিগর হরগোবিন্দ দাস এবং তাঁর ছেলেকে হত্যা করা হয়েছে, তা সম্পূর্ণভাবে নিন্দনীয়। ” তিনি আরও বলেন, “আজ রাজ্যজুড়ে বিজেপির পক্ষ থেকে হিন্দু শহিদ দিবস পালন করা হচ্ছে এই নির্মম হত্যার প্রতিবাদে।”




ত্রিবেণী মোড়ে অনুষ্ঠিত এই প্রতিবাদ কর্মসূচিতে বিজেপির একাধিক কর্মী-সমর্থক যোগ দেন এবং ঘটনার ন্যায়বিচার দাবি করেন। আন্দোলনের জেরে সাময়িকভাবে রাস্তায় যান চলাচল ব্যাহত হয়।








একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ