বাংলা নববর্ষ ও পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে সালানপুরে তৃণমূল কংগ্রেসের বর্ণাঢ্য শোভাযাত্রা ও সন্মাননা অনুষ্ঠান, পায়ে পা মিলিয়ে হাঁটলেন বিধায়ক বিধান উপাধ্যায়

 



সালানপুর :- আজ বাংলা নববর্ষ ও পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। ডাবর মোড় থেকে রূপনারায়ণপুর তৃণমূল কংগ্রেস কার্যালয় পর্যন্ত চলা এই শোভাযাত্রায় পায়ে পা মেলান বারাবনি বিধায়ক তথা আসানসোল পৌরনিগমের মাননীয় মেয়র বিধান উপাধ্যায়




শোভাযাত্রায় আরও উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মহম্মদ আরমান, সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি বিজয় সিং (ভোলা), সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কৈলাসপতি মণ্ডল, সহ-সভাপতি বিদ্যুৎ মিশ্র-সহ একাধিক বিশিষ্ট নেতৃত্ব।
শোভাযাত্রার পর তৃণমূল কংগ্রেস কার্যালয়ের পাশে একটি শোভামঞ্চ নির্মাণ করা হয়, যেখানে সালানপুর ব্লকের ১১টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে থেকে বয়োজ্যেষ্ঠ বিশিষ্ট ব্যক্তিদের বিশেষ সম্মাননা প্রদান করা হয়। এই উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও করা হয়, যেখানে স্থানীয় শিল্পীদের পরিবেশনা ছিল উল্লেখযোগ্য।





অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধান উপাধ্যায় বলেন, “মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়-এর নির্দেশ মেনে আজ বাংলা নববর্ষের পাশাপাশি পশ্চিমবঙ্গ দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হচ্ছে। এই উদ্যোগ বাংলার ঐতিহ্য ও সংস্কৃতির প্রতি আমাদের ভালোবাসার প্রতিফলন।”
সালানপুরে আজকের এই অনুষ্ঠান নতুন বছরের সূচনাকে ঘিরে আনন্দ, ঐতিহ্য ও সম্মানের এক অনন্য সম্মিলন হয়ে উঠেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ