বাংলা নববর্ষে ঘাঁটি জুয়েলার্সে ঐতিহ্য মেনে শুভারম্ভ, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়িকা অগ্নিমিত্রা পাল

 



আসানসোল :- বাংলা নববর্ষের প্রথম দিন আসানসোলের বিখ্যাত গহনার দোকান ঘাঁটি জুয়েলার্স-এ এক বর্ণময় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই দিনে ঐতিহ্য মেনে নতুন বছরের শুভ সূচনার উদ্দেশ্যে দোকান প্রাঙ্গণ সাজানো হয় বিশেষভাবে।




অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসানসোল দক্ষিণের বিধায়িকা অগ্নিমিত্রা পাল। তিনি জানান, ঘাঁটি ক্লথ স্টোর ও ঘাঁটি জুয়েলার্স শুধুমাত্র একটি দোকান নয়, এটি আসানসোলের এক ঐতিহাসিক নাম, যার সঙ্গে তাঁর শৈশবের স্মৃতি ওতপ্রোতভাবে জড়িত। তিনি বলেন, ছোটবেলায় নববর্ষের দিনে পিতা-মাতার সঙ্গে এই দোকানে আসতেন এবং সেই স্মৃতিই আজ তাঁকে আবেগে ভরিয়ে তোলে।




অগ্নিমিত্রা পাল ঘাঁটি পরিবারের ব্যবসায়িক নৈপুণ্যের ভূয়সী প্রশংসা করেন এবং ঘাঁটি পরিবারের কর্ণধার শুভজিত ঘাঁটি-র নেতৃত্বে এই ঐতিহ্যশালী ব্যবসার উত্তরোত্তর সাফল্য কামনা করেন। তিনি সকল আসানসোলবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে কামনা করেন, নতুন বছর যেন সকলের জীবনে সুখ, সমৃদ্ধি ও মঙ্গল বয়ে আনে।

সব মিলিয়ে বাংলা নববর্ষের প্রথম দিনে ঘাঁটি জুয়েলার্স হয়ে উঠেছিল ঐতিহ্য, আবেগ ও আনন্দের এক অনন্য কেন্দ্রস্থল।





একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ