আসানসোল বরাকরে বাস চালককে মারধরের অভিযোগ উঠেছে একাধিক ব্যক্তির বিরুদ্ধে। এই ঘটনার প্রতিবাদে বাস পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন বাস কর্মীরা। ঘটনাটি ঘটেছে আসানসোলের কুলটি থানার অন্তর্গত বরাকর এলাকায়।
বাস কর্মীদের অভিযোগ, সোমবার ভোরবেলা আসানসোল থেকে ঝাড়খণ্ডের উদ্দেশ্যে যাচ্ছিল একটি গাড়ি। যাওয়ার পথে বরাকর বাসস্ট্যান্ডে এক বাস চালককে গালিগালাজ করে এবং পরবর্তীতে মারধর করে তার নাক ফাটিয়ে দেয় অভিযুক্তরা। এমনকি বাসে ভাঙচুর চালানোর অভিযোগও উঠেছে।
ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে বরাকর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বাস কর্মীরা জানান, দুই অভিযুক্তকে ধরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।
বাস কর্মীদের স্পষ্ট দাবি, এই ঘটনায় অবিলম্বে সকল অভিযুক্তকে গ্রেফতার করতে হবে। প্রতিবাদস্বরূপ বাস, মিনিবাস ও অটো পরিষেবা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে।
0 মন্তব্যসমূহ
ধন্যবাদ