কচুরিপানা থেকেই হস্তশিল্প! বড়কোবলায় মহিলাদের অভিনব উদ্যোগ

 





পূর্বস্থলী ১ নম্বর ব্লকের সমুদ্রগড় পঞ্চায়েতের অন্তর্গত বড়কোবলা এলাকায় কচুরিপানা থেকে হস্তশিল্পের সামগ্রী তৈরি করছেন স্থানীয় মহিলারা।
প্রকৃতির সহজলভ্য উপাদান কচুরিপানাকে কাজে লাগিয়ে ওই এলাকার মহিলারা তৈরি করছেন ঝুড়ি, আসন, পাটির মতো নানান ধরনের উপযোগী ও নান্দনিক হস্তশিল্প। শুধু আর্থিক স্বনির্ভরতার দিকেই নয়, এই উদ্যোগ পরিবেশবান্ধব উপায়ে কর্মসংস্থানের এক নতুন দিশা দেখাচ্ছে।
এই প্রকল্পে অংশগ্রহণকারী মহিলারা জানিয়েছেন, তাঁরা নিজেরাই কচুরিপানা সংগ্রহ করে, তা শুকিয়ে বিভিন্ন সামগ্রী তৈরি করছেন। এতে যেমন উপার্জনের সুযোগ তৈরি হয়েছে, তেমনই পুরনো ঐতিহ্যকেও পুনরুজ্জীবিত করার চেষ্টা চলছে।



এই উদ্যোগে স্থানীয় প্রশাসন এবং স্বনির্ভর গোষ্ঠীরও সক্রিয় সহযোগিতা রয়েছে বলে জানা গেছে। ভবিষ্যতে এই শিল্পকে আরও বড় পরিসরে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে উদ্যোক্তাদের।
এই অভিনব উদ্যোগ বড়কোবলা এলাকার নারীদের শুধু স্বনির্ভরই নয়, সমাজে নতুনভাবে প্রতিষ্ঠিত হতে সাহায্য করছে।





একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ