স্থায়ী সেতুর দাবিতে বার্নপুর-বিহারীনাথ সংযোগস্থলে তীব্র গণআন্দোলন: তিন জেলার বাসিন্দাদের একক স্বর




বাঁকুড়া, পুরুলিয়া ও পশ্চিম বর্ধমান — এই তিন জেলার সংযোগস্থলে দামোদর নদীর ওপর একটি স্থায়ী সেতুর দাবিতে ফের জোরালো হল সাধারণ মানুষের আন্দোলন।
এই দিন, বার্নপুর সংলগ্ন সাবুরবাঁধ কেশরকুড়ি খেয়াঘাটেদামোদর-বিহারীনাথ সেতু বন্ধন কমিটি’-র আহ্বানে অনুষ্ঠিত হয় ধর্ণা ও অবস্থান বিক্ষোভ। তিন জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা শতাধিক মানুষ, স্থানীয় পড়ুয়া, মহিলা ও বয়স্ক নাগরিক এই কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। অস্থায়ী সেতুতে প্রতিদিন হাজার মানুষের যাতায়াত, ঝুঁকি নিয়েই বাঁচতে হচ্ছে!
স্থানীয়দের বক্তব্য, বর্তমানে যে অস্থায়ী বাঁশ ও কাঠের সেতু দিয়ে তারা চলাফেরা করছেন, তা বর্ষাকালে বা রাতে ব্যবহার একেবারেই বিপজ্জনক ও জীবনহানির আশঙ্কাপূর্ণ




চাকরি, পড়াশোনা ও ব্যবসায়িক প্রয়োজনে প্রতিদিন এই সেতু ব্যবহার করেন তিন জেলার কয়েক হাজার মানুষছাত্রছাত্রীদের দাবি, প্রতিদিন স্কুল ও কোচিংয়ে যেতে গিয়ে ভয় আর ঝুঁকি তাঁদের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে।
মহিলা আন্দোলনকারীরা বলেন,“আমাদের বাচ্চাদের নিয়ে এই সেতু পার হওয়া একপ্রকার মৃত্যুর সঙ্গে খেলা। কবে যে দুর্ঘটনা ঘটে, বলা যায় না।”
দামোদর-বিহারীনাথ সেতু বন্ধন কমিটির সভাপতি সুবল চক্রবর্তী বলেন আমরা বহুবার প্রশাসনকে জানিয়েছি এই সেতুর প্রয়োজনীয়তার কথা। এই সেতু শুধু মানুষের নিরাপত্তা নয়, তিন জেলার মধ্যে পর্যটন, কৃষি এবং শিল্প উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আজ আমরা আন্দোলনে পথে নেমেছি।




কমিটির সাধারণ সম্পাদক চন্দন মিশ্র বলেন
“আমরা শালতোড়ার বিডিও মহাশয়কে লিখিতভাবে জানিয়েছি। তিনি রোড ম্যাপ চেয়েছিলেন, আমরা তা তৈরি করে ফেলেছি। এখন সরকার সিদ্ধান্ত নিক, কোথায় স্থায়ী সেতু হবে। তবে যতদিন না নির্মাণ শুরু হচ্ছে, ততদিন আমাদের এই গণআন্দোলন চলবে।”

এই আন্দোলন আরও একবার প্রমাণ করল, শুধু বড় শহর নয়, প্রত্যন্ত অঞ্চলের মানুষও আজ সংযোগ ও নিরাপদ পরিকাঠামোর গুরুত্ব বুঝতে পারছেন।


এই আন্দোলনের মাধ্যমে ফের একবার স্পষ্ট করে দিলেন স্থানীয় বাসিন্দারা—উন্নয়ন শুধু কথা নয়, প্রয়োজন বাস্তব পদক্ষেপের। আর সেই পদক্ষেপের প্রথম ধাপই হওয়া উচিত দ্রুত একটি স্থায়ী সেতুর নির্মাণ সেতু না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে”।
এখন দেখার, প্রশাসন কবে এই দীর্ঘদিনের দাবিতে সাড়া দেয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ