"এখন গেট বন্ধ, কাউকে আর নেওয়া হবে না" - অভিষেক

 



বাঁকুড়া :- কলকাতার মেয়র ও পশ্চিমবঙ্গের মন্ত্রী ফিরহাদ হাকিম রবিবার তালডাংরা বিধানসভা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী ফাল্গুনী সিংহের সমর্থনে এক সভায় বক্তব্য রাখতে গিয়ে বিজেপি ও বিরোধী দলগুলির প্রতি তীব্র আক্রমণ শানিয়েছেন। বাঁকুড়ার ইন্দপুরের গৌউরবাজারে জনসভায় হাকিম দাবি করেন, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপি যে ৭৭টি আসনে জিতেছিল, সেখান থেকে এখন অনেক বিধায়ক তৃণমূলের প্রতি আকৃষ্ট হয়েছেন এবং দলের অনেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করছেন। হাকিম বলেন, "শুভেন্দুর সঙ্গে এখন হয়তো ৫০-৬০ জন বিধায়কই আছেন, অথচ এর মধ্যেও অনেকে অভিষেকের কাছে ফিরতে চাচ্ছেন। তবে অভিষেক তাদের সাফ জানিয়ে দিয়েছেন যে এখন গেট বন্ধ, কাউকে আর নেওয়া হবে না।"



এছাড়াও হাকিম সিপিআইএম ও কংগ্রেসকে বিজেপির সহযোগী হিসেবে উল্লেখ করে তাদের ‘মদতদাতা’ বলেও আক্রমণ করেন। তিনি দাবি করেন, দিল্লীর কংগ্রেস নেতারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকার কথা বললেও পশ্চিমবঙ্গের কংগ্রেস সদস্যরা বিজেপির সহায়ক ভূমিকা পালন করছে। এই প্রসঙ্গে অধীর চৌধুরীর নাম উল্লেখ করে হাকিম মন্তব্য করেন, "অধীর নিজে বহরমপুরে হেরে গেছেন, অথচ তিনি বাংলার রাজনীতিতে বড় ভূমিকা রাখার চেষ্টা করছেন।"



অন্যদিকে, আর.জি কর মেডিকেল কলেজের সাম্প্রতিক ঘটনার প্রসঙ্গ তুলে হাকিম বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ ঘটনার সাথে যুক্ত একজনকে গ্রেফতার করেছিল, কিন্তু পরে হাইকোর্টের নির্দেশে এখন সিবিআই তদন্ত করছে। তবে সিবিআই এখনও পর্যন্ত একজনকেও নতুন করে গ্রেফতার করতে পারেনি। এখন সিপিআইএম-বিজেপি বলছে কেন তদন্তে দেরি হচ্ছে। তাহলে কি তদন্তের জন্য ইন্টারপোল বা পেন্টাগনের সাহায্য নিতে হবে?"


হাকিমের এই বক্তব্যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিরোধী দলগুলির ওপর চাপ তৈরি করার প্রচেষ্টা স্পষ্ট।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ