আসানসোল :-রাজ্য পুলিশের এসটিএফ (স্পেশাল টাস্ক ফোর্স) একটি বড় সাফল্য অর্জন করল। ঝাড়খণ্ড থেকে আসা বিপুল পরিমাণ অবৈধ আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার করা হয়েছে। শনিবার সন্ধ্যায় কুলটি থানার অন্তর্গত ১৯ নম্বর জাতীয় সড়কে একটি বিশেষ অভিযান চালিয়ে এসটিএফ দল এই বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করে।
গোপন সূত্রে খবর পেয়ে এই অভিযান চালানো হয়। অভিযানে উদ্ধার হয়েছে ১০টি আগ্নেয়াস্ত্র এবং ৫৪ রাউন্ড কার্তুজ। ঘটনাস্থল থেকে দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তাদের নাম মিনারুল ইসলাম (৩৩) এবং সফিকুল মন্ডল (৩৭), যারা মুর্শিদাবাদের বাসিন্দা বলে জানা গেছে। এছাড়া একটি চার চাকা গাড়ি এবং গাড়ির চালককেও আটক করা হয়েছে।
আজ, রবিবার সকাল ১০টা নাগাদ কুলটি থানার পুলিশ অভিযুক্তদের বরাকার স্বাস্থ্যকেন্দ্রে শারীরিক পরীক্ষা করিয়েছে। এরপর তাদের আসানসোল জেলা আদালতে পেশ করা হবে বলে পুলিশ সূত্রে খবর।
অবৈধ অস্ত্র কারবারের এই চক্রের সঙ্গে আরও কারা যুক্ত রয়েছে এবং এই অস্ত্র কোথায় পাঠানো হচ্ছিল তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে এসটিএফ।
0 মন্তব্যসমূহ
ধন্যবাদ