বাঁকুড়ার তালডাংরা বিধানসভা কেন্দ্রের আসন্ন উপনির্বাচন-প্রচার তুঙ্গে

 


বাঁকুড়া :- বাঁকুড়ার তালডাংরা বিধানসভা কেন্দ্রের আসন্ন উপনির্বাচন উপলক্ষে ১৩ নভেম্বরের ভোটকে কেন্দ্র করে প্রচার তুঙ্গে উঠেছে। প্রচারের অংশ হিসেবে রবিবার সকালে বাঁকুড়ায় এসে বিজেপি নেতা দিলীপ ঘোষ এক অন্য রূপে ধরা দিলেন। একটি বেসরকারি লজে রাত্রিবাসের পর প্রাতঃভ্রমণ সেরে বাঁকুড়া শহরের ধলডাঙ্গা মোড়ের কাছে একটি সবজি বাজার পরিদর্শনে যান তিনি। বাজার পরিদর্শনের পরে তিনি কাছাকাছি থাকা একটি পুকুরে ছিপ হাতে নেমে পড়েন মাছ ধরার জন্য। দীর্ঘক্ষণ চেষ্টার পর বেশ কিছু মাছও ধরতে দেখা যায় তাঁকে।



দিলীপ ঘোষ এই বিশেষ মুহূর্তে সাংবাদিকদের বলেন, “আমি যেখানে যাই, সেখানকার মানুষের সঙ্গে মেলামেশা করতে ভালোবাসি। এবার মাছ ধরার সুযোগ পেয়ে শরীরচর্চার একটি ভিন্ন অভিজ্ঞতা পেলাম।” তবে তিনি স্পষ্ট করে জানান, তাঁর এই বাঁকুড়া সফরের মূল উদ্দেশ্য তালডাংরা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের প্রচার।


একইসঙ্গে রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কড়া ভাষায় মন্তব্য করেন দিলীপ ঘোষ। তিনি দাবি করেন, “রাজ্যে আইন-শৃঙ্খলা সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে। খুন-ধর্ষণের ঘটনা বাড়ছে। সমাজবিরোধীরা এখন সরকারেরই মিত্র হয়ে গিয়েছে, যার ফলে কেউ শাস্তি পাচ্ছে না।” তিনি অভিযোগ করেন, মমতা ব্যানার্জী রাজনৈতিক স্বার্থে এইসব সমাজবিরোধীদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিচ্ছেন না। তাঁর মতে, প্রতিবেশী রাজ্য ও দেশ থেকে সমাজবিরোধীরা পশ্চিমবঙ্গে এসে আশ্রয় নিচ্ছে। মমতা সরকারের কার্যকরী ভূমিকার অভাবই এর মূল কারণ বলে তিনি মনে করেন।


এভাবেই নির্বাচন প্রচারের পাশাপাশি বাঁকুড়ার সাধারণ মানুষের সাথে মিলেমিশে এবং বিভিন্ন ইস্যুতে রাজ্য সরকারের সমালোচনা করে দিলীপ ঘোষ প্রচার চালিয়ে যাচ্ছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ