বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু- দুর্গাপুর

 


পশ্চিম বর্ধমান জেলার অন্ডাল দুর্গাপুরের উখড়া গ্রামের কাঁকড়াডাঙ্গা পাড়াতে রবিবার সকালে ঘটে এক মর্মান্তিক দুর্ঘটনা, যাতে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যুবরণ করেন গায়েত্রীদেবী (৪১), উখড়া পঞ্চায়েতের সদস্য অনিল বর্ণওয়ালের স্ত্রী। একই ঘটনায় আহত হন তার শ্যালক গুড্ডু বর্ণওয়াল।


প্রতিবেশীদের থেকে জানা যায়, ছট পুজো উপলক্ষে অনিল বর্ণওয়ালের বাড়িতে টুনি লাইট লাগানো হয়েছিল, যার কারণে বিদ্যুতের তার উঠোনে পড়ে ছিল। রবিবার সকালে গায়েত্রীদেবী ঘর এবং উঠোন পরিষ্কার করার সময় হাত দিয়ে বিদ্যুৎপৃষ্ট হওয়া তারটি সরানোর চেষ্টা করেন। সেই সময়ে তিনি বিদ্যুৎপৃষ্ট হন এবং তীব্রভাবে আহত হন। দিদিকে বিদ্যুৎপৃষ্ট অবস্থায় দেখে তাকে বাঁচাতে ছুটে যান তার ভাই গুড্ডু বর্ণওয়াল, কিন্তু তিনিও বিদ্যুৎপৃষ্ট হন।



দুজনকে দ্রুত খান্দরা প্রাথমিক ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসকরা গায়েত্রীদেবীকে মৃত ঘোষণা করেন, এবং গুড্ডুকে আশঙ্কাজনক অবস্থায় অন্ডাল মোড়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় চিকিৎসার জন্য।



এই আকস্মিক ও মর্মান্তিক দুর্ঘটনার খবর এলাকায় গভীর শোকের ছায়া নামিয়ে এনেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ