বারাবনি ব্লকে পানুড়িয়া ফুটবল ময়দানে শুরু হলো জোহারমেলা

 




বারাবনি :- বারাবনি ব্লকে প্রশাসনের উদ্যোগে ২০২৪ সালের জোহারমেলা আজ পানুরিয়া ফুটবল মাঠে অত্যন্ত জমকালোভাবে অনুষ্ঠিত হলো। মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বারাবনির বিধায়ক ও আসানসোল পৌরনিগমের মেয়র বিধান উপাধ্যায়।


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বারাবনি সমষ্টি উন্নয়ন আধিকারিক শিলাদিত্য ভট্টাচার্য, বারাবনি পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত সিংহ,পানুরিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান কাঞ্চন মন্ডল, এবং জামগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান কেশব রাউত। এ ছাড়াও বারাবনি পঞ্চায়েত সমিতির বিভিন্ন কর্মাধ্যক্ষ ও আটটি গ্রাম পঞ্চায়েতের সদস্যরাও এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।



মেলায় আটটি স্টল স্থাপন করা হয়েছে যেখানে বিভিন্ন জিনিসপত্র প্রদর্শন ও শিক্ষামূলক বিষয় উপস্থাপন করা হচ্ছে। এ ছাড়াও মেলার বিশেষ আকর্ষণ ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা, এবং মহিলাদের ফুটবল খেলার মতো প্রতিযোগিতা। তবে এই প্রতিযোগিতায় একমাত্র আদিবাসী সম্প্রদায়ের সদস্যরাই অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন।




এই মেলা আদিবাসী সংস্কৃতি ও ঐতিহ্যের প্রমোট করার পাশাপাশি স্থানীয় জনগণের মধ্যে একতা ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিচ্ছে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ