স্বচ্ছ ভারত মিশন: শৌচালয় দুর্নীতির অভিযোগে চাঞ্চল্য হাসনাবাদে






স্বচ্ছ ভারত মিশন প্রকল্পে শৌচালয় নির্মাণ নিয়ে বড়সড় দুর্নীতির অভিযোগ উঠেছে উত্তর ২৪ পরগনার হাসনাবাদ ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে। পাঠলিখানপুর, হাসনাবাদ, বরুনহাট প্রভৃতি গ্রাম পঞ্চায়েতের বহু বাড়িতে শৌচালয় নির্মাণের কাজ অসম্পূর্ণ অবস্থায় পড়ে আছে, আবার কোথাও শৌচালয় তৈরি না হলেও খাতায় কলমে তা সম্পূর্ণ দেখানো হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রতিটি শৌচালয় নির্মাণের জন্য সরকার থেকে ১২ হাজার টাকা বরাদ্দ করা হলেও তা সঠিকভাবে বিতরণ হয়নি। অনেকে অভিযোগ করেছেন, উপভোক্তাদের টাকা না দিয়ে ঠিকাদারদের মাধ্যমে কাজ করার প্রতিশ্রুতি দিলেও বাস্তবে তা হয়নি। সম্প্রতি শৌচালয় নির্মাণের সরকারি তালিকা প্রকাশ হওয়ার পর এই দুর্নীতি জনসমক্ষে আসে।


এই ঘটনার জেরে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দারা পঞ্চায়েত কর্তৃপক্ষের কাছে এর বিরুদ্ধে তদন্তের দাবি জানিয়েছেন।


পলাশ সরকার (বিজেপি নেতা): শাসক দলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলেন।

নুরুল হক খান (তৃণমূল নেতা): অভিযোগ অস্বীকার করে বিষয়টি রাজনৈতিক চক্রান্ত বলে দাবি করেন।

রোজিনা খাতুন (গ্রাম পঞ্চায়েত প্রধান): দুর্নীতির অভিযোগ অস্বীকার করেন এবং শীঘ্রই সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দেন।

রবীন্দ্রনাথ হাউলি (স্থানীয় বাসিন্দা): তাঁর বাড়িতে শৌচালয় না বানানোর বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন।

মেহেরুন্নেসা বিবি মিস্ত্রী (স্থানীয়): অর্থ বরাদ্দের অনিয়ম নিয়ে ক্ষোভ জানান।


হাসনাবাদে স্বচ্ছ ভারত মিশনের শৌচালয় নির্মাণ নিয়ে দুর্নীতির অভিযোগ প্রকাশ্যে আসায় তীব্র চাঞ্চল্য।

এলাকাবাসীরা সঠিক তদন্ত এবং দোষীদের শাস্তির দাবি তুলেছেন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ