টোটোর ধাক্কায় রূপনারায়ণপুর রেল গেট ভেঙে পড়ল, ব্যাহত যান চলাচল


রূপনারায়ণপুর :-আসানসোলের সালানপুর ব্লকের রূপনারায়ণপুর পঞ্চায়েতের ব্যস্ততম রূপনারায়ণপুর-ঝাড়খণ্ড রোড শনিবার সন্ধ্যায় সম্পূর্ণ স্তব্ধ হয়ে যায়। একটি টোটোর ধাক্কায় রূপনারায়ণপুর রেল গেটের ব্যারিকেড ভেঙে পড়ায় যান চলাচলে বিঘ্ন ঘটে।


স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় রূপনারায়ণপুর দিক থেকে ঝাড়খণ্ড রোডের দিকে যাওয়ার সময় একটি টোটো রেল গেটের ব্যারিকেডে সজোরে ধাক্কা মারে। ওই সময় রেলগেট বন্ধ করে ট্রেন পারাপারের প্রস্তুতি চলছিল। ধাক্কার ফলে ব্যারিকেডটি মাঝখান থেকে ভেঙে রাস্তার উপর পড়ে যায়।


ঘটনার পরপরই রেলগেটের দায়িত্বে থাকা কর্মীরা দ্রুত ম্যানুয়াল পদ্ধতিতে রেল গেটের দু'পাশের ব্যারিকেড নামিয়ে দেন। এর ফলে রাস্তায় যানবাহন ও মানুষের চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। খবর পেয়ে রেলের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছান এবং পরিস্থিতি পর্যালোচনা করেন।


এই দুর্ঘটনার কারণে এলাকায় যানজট ও অসুবিধার সৃষ্টি হয়। পরিস্থিতি স্বাভাবিক করতে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ