বার্নপুর:- বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সনাতনীদের উপর অত্যাচারের বিরুদ্ধে কড়া অবস্থান নিলেন আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। রবিবার, বার্নপুরের ত্রিবেণী মোড় থেকে চিত্রা মোড় পর্যন্ত এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল, বিজেপির জেলা সম্পাদক অভিজিৎ রায় সহ সনাতন ধর্মাবলম্বী অসংখ্য মানুষ অংশ নেন।
বিক্ষোভকারীরা "হরে কৃষ্ণ হরে রাম" স্লোগান লিখিত প্ল্যাকার্ড হাতে নিয়ে খোল-করতালের সুরে মিছিলে অংশ নেন। মিছিলের মূল দাবি ছিল বাংলাদেশে সনাতনী হিন্দুদের উপর অত্যাচারের অবসান এবং ইসকনের চিন্ময় কৃষ্ণ প্রভু ও তার দুই শিষ্যের নিঃশর্ত মুক্তি।
বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল বলেন, “বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার আর বরদাস্ত করা হবে না। প্রয়োজনে আগুন জ্বলবে।” তিনি দাবি করেন, বাংলাদেশের অর্থনীতিবিদ মহঃ ইউনুস একজন ব্যর্থ নেতা, এবং তার নেতৃত্বে দেশ সংখ্যালঘুদের সুরক্ষা দিতে পারছে না। অগ্নিমিত্রা পাল প্রশ্ন তোলেন, “শান্তির জন্য নোবেল পাওয়া মহঃ ইউনুস কি এই অবস্থার জন্য উপযুক্ত?”
উদ্যোক্তাদের তরফে দয়াচন্দ্র নিতাই দাস জানান, বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন বন্ধে এবং চিন্ময় কৃষ্ণ প্রভু সহ গ্রেফতারকৃতদের মুক্তির দাবিতে এই মিছিল আয়োজন করা হয়েছে।
মিছিল থেকে হুঁশিয়ারি দেওয়া হয়, বাংলাদেশে এই অত্যাচার বন্ধ না হলে সনাতনী হিন্দুরা আর চুপ করে থাকবে না।
0 মন্তব্যসমূহ
ধন্যবাদ