কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সংবিধানের জনক ড. বি আর আম্বেদকরকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য এবং রাহুল গান্ধীর বিরুদ্ধে মিথ্যে অভিযোগের প্রতিবাদে আজ পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেস সভাপতি দেবেশ চক্রবর্তীর নেতৃত্বে আসানসোলে আয়োজন করা হয় "বি আর আম্বেদকর সম্মান যাত্রা।" যাত্রাটি শেষ হয় জেলা শাসকের কার্যালয়ের সামনে, যেখানে কংগ্রেস নেতারা "গণডেপুটেশন" জমা দেন।
এই প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেসের কার্যকরী সভাপতি হরজিৎ সিং, মহিলা সভানেত্রী মেঘনা মান্না, জেলা সাধারণ সম্পাদক পামলু মজুমদার, যুব কংগ্রেস সভাপতি সৌভিক মুখার্জি, মাইনরিটি চেয়ারম্যান মহঃ শাকির এবং অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়াও প্রসেনজিৎ পুইতন্ডী, শশী দুবে, তপতী মুখার্জি, দেবাশীষ বিশ্বাস সহ বহু কর্মী-সমর্থক এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
এই কর্মসূচির মাধ্যমে কংগ্রেস নেতারা ড. আম্বেদকরের সম্মান রক্ষা এবং গণতান্ত্রিক মূল্যবোধ বজায় রাখার দাবিতে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।
0 মন্তব্যসমূহ
ধন্যবাদ