ইসকো বাইপাসে শ্রী শ্রী একাডেমির প্রথম বার্ষিক অনুষ্ঠান উদযাপন, অতিথিদের সংবর্ধনা ও সাংস্কৃতিক পরিবেশনা

 



ইসকো বাইপাসে অবস্থিত শ্রী শ্রী একাডেমি তাদের প্রথম বর্ষের বার্ষিক অনুষ্ঠান জাঁকজমকের সঙ্গে উদযাপণ করা হলো । অনুষ্ঠানের সূচনা হয় প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে, যা সম্পন্ন করেন অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট অতিথিবৃন্দ। এই বিশেষ দিনে উপস্থিত ছিলেন দুর্গাপুর স্টিল প্লান্ট এবং বানপুর সেল আইএসপির ডাইরেক্টর ইনচার্জ বি পি সিং, সেল আইএসপির এক্সিকিউটিভ ডাইরেক্টর পি অ্যান্ড এ উমেশ পাল সিং, এবং মাইথন এলওয়েজের কর্ণধার সুবাস আগরওয়ালা। এছাড়াও আরও অনেক বিশিষ্ট ব্যক্তিত্ব এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।




শ্রী শ্রী একাডেমির পক্ষ থেকে আগত অতিথিদের আন্তরিক সংবর্ধনা জানানো হয়। অতিথিদের সম্মানে তাদের  স্মারক প্রদান করা হয়। এই বিশেষ দিনে একাডেমির ছাত্র-ছাত্রীরা বিভিন্ন মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করেন। নৃত্য, সঙ্গীত এবং নাটকের মাধ্যমে তারা দর্শকদের মুগ্ধ করেন।


অনুষ্ঠানটি ছাত্র-ছাত্রীদের প্রতিভা প্রকাশের পাশাপাশি অতিথিদের আন্তরিকতা ও সমৃদ্ধ সাংস্কৃতিক পরিবেশের সাক্ষ্য বহন করে। শ্রী শ্রী একাডেমি আগামী দিনেও এ ধরনের অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে শিক্ষার সঙ্গে সংস্কৃতির মেলবন্ধন ঘটানোর প্রতিশ্রুতি ব্যক্ত করে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ