পাঁশকুড়া ব্লকের মাইশোরা গ্রাম পঞ্চায়েতের জগৎপুর এলাকায় বিজেপির জেলা স্তরের নেতা রাসবিহারী রানার বাড়িতে অজ্ঞাত দুষ্কৃতীরা অগ্নিসংযোগ করেছে বলে অভিযোগ উঠেছে। শাসক দল তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে সরাসরি অভিযোগ এনেছে বিজেপি।
রাসবিহারী রানা দীর্ঘদিন ধরে শাসক দলের বিরুদ্ধে বিজেপির হয়ে লড়াই করছেন এবং গত পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের কাছ থেকে মাইশোরা গ্রাম পঞ্চায়েত দখল করতে সফল হন। তার পর থেকেই তার উপর বারবার হামলা ও প্রাণনাশের হুমকি এসেছে বলে দাবি করেন তিনি।
গতকাল মধ্যরাতে রানার বাড়ির একাংশ দাউদাউ করে জ্বলতে শুরু করলে পরিবারের সদস্যরা আতঙ্কে চিৎকার শুরু করেন। প্রতিবেশীরা ছুটে এসে আগুন নেভালেও বাড়ির একটি অংশ সম্পূর্ণ পুড়ে যায়। এতে গবাদি পশুরা আহত হয় এবং বাড়ির সম্পত্তিরও বড়সড় ক্ষতি হয়।
যদিও তৃণমূলের স্থানীয় নেতৃত্ব এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছে। পাঁশকুড়া ১ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি সুজিত রায় জানান, "এটি বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ফল। শাসক দলের সাথে এর কোনো সম্পর্ক নেই।"
ঘটনার জেরে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বিজেপি পক্ষ থেকে শাস্তির দাবি জানানো হয়েছে।
0 মন্তব্যসমূহ
ধন্যবাদ