আসানসোলের মেয়র বিধান উপাধ্যায় রেল মন্ত্রকের ডিআরইউসিসি-র সদস্য মনোনীত




আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনের মেয়র এবং বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায়কে রেল মন্ত্রকের ডিআরইউসিসি (ডিভিশনাল রেলওয়ে ইউজার্স কনসালটেটিভ কমিটি)-র সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে। তিনি পশ্চিমবঙ্গের প্রতিনিধি হিসেবে এই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করবেন।



এই উপলক্ষে আজ আসানসোলের অঘোরী সমাজের পক্ষ থেকে তাঁকে সংবর্ধনা দেওয়া হয় এবং শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত আমৃতেন্দু রায় বলেন, বিধান উপাধ্যায়কে এই দায়িত্ব দেওয়া অত্যন্ত গর্বের বিষয়। তিনি এ জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানান।


অপরদিকে, বিধান উপাধ্যায় জানান, তিনি আগেও এই কমিটির সদস্য ছিলেন এবং পুনরায় তাঁকে মনোনীত করার জন্য তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞ।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ