কুলটির বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে চলতে থাকা রাস্তাগুলোর বেহাল অবস্থার বিরুদ্ধে অভিনব কায়দায় প্রতিবাদ জানালেন কংগ্রেস কর্মী ও সমর্থকরা। মঙ্গলবার কুলটির বিভিন্ন রাস্তায় গর্তে জল জমিয়ে সেখানে মাছ চাষ করতে দেখা যায় কংগ্রেস কর্মীদের।
কুলটি ব্লক কংগ্রেস সভাপতি সুকান্ত দাস অভিযোগ করেন, রাস্তাগুলোর অবস্থা দীর্ঘদিন ধরেই শোচনীয়। এলাকাবাসী বহুবার প্রশাসনের কাছে আবেদন করলেও কোনো সমাধান হয়নি। তিনি বলেন, "তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিদের নজরে আনতেই আমরা এই উদ্যোগ নিয়েছি। কুলটির তিনটি বোরো অফিস থাকলেও তার আশেপাশের রাস্তাগুলোর অবস্থা অত্যন্ত করুণ।"
তিনি সতর্ক করে বলেন, "যদি দ্রুত রাস্তাগুলোর মেরামতির ব্যবস্থা না করা হয়, তাহলে আমাদের আরও বড় আন্দোলনের পথে হাঁটতে হবে। প্রয়োজনে ধর্ণা বা অনশনেও বসতে বাধ্য হব।"
তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তোপ দেগে তিনি আরও বলেন, "যদি রাস্তা মেরামতির জন্য টাকা না থাকে, তবে রাস্তার মধ্যে মাছ চাষ করাই শ্রেয়।"
এই অভিনব প্রতিবাদ ইতিমধ্যেই সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে। এলাকার বাসিন্দারা কংগ্রেসের এই উদ্যোগকে সমর্থন জানিয়ে রাস্তাগুলো দ্রুত মেরামতির দাবি তুলেছেন।
0 মন্তব্যসমূহ
ধন্যবাদ