স্থানীয়দের নিয়োগের দাবিতে বুধবার সকালে আইএসএফ কর্মী ও সমর্থকেরা দিল্লির এইমস হাসপাতালের ২ নম্বর গেটের সামনে তীব্র বিক্ষোভ দেখান। তাদের প্রধান অভিযোগ, স্থানীয় বাসিন্দাদের বঞ্চিত করে বাইরের মানুষদের নিয়োগ দেওয়া হচ্ছে। এর আগেও এই দাবিতে বহুবার বিক্ষোভ দেখানো হয়েছে, কিন্তু কোনো সমাধান মেলেনি।
আইএসএফ সমর্থকদের অভিযোগ, "প্রতিবারই এইমস কর্তৃপক্ষ আমাদের বেসরকারি নিয়োগকারী সংস্থার সঙ্গে যোগাযোগ করতে বলেন। আমরা সেই সংস্থার সাথেও কথা বলেছি, কিন্তু তারা দায় চাপায় এইমস কর্তৃপক্ষের ওপর। আমাদের নিয়ে বারবার এমন ছেলেখেলা হচ্ছে। আমরা আজ এর স্থায়ী সমাধান চাই।"
এই বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য মোতায়েন করা হয় অতিরিক্ত নিরাপত্তা কর্মী। তবে বিক্ষোভ চলাকালীন হাসপাতালের দৈনন্দিন কাজ এবং রোগী ও তাঁদের পরিজনদের চিকিৎসার প্রক্রিয়া ব্যাহত হয়নি বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।
আইএসএফ কর্মী সমর্থকরা জানান, সমস্যার সমাধান না হলে তাঁরা ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন।
0 মন্তব্যসমূহ
ধন্যবাদ