বার্নপুরের নারসিং বাঁধ এলাকার আম্বেদকর কলোনিতে কোম্পানির কোয়ার্টার এবং জমি পুনরুদ্ধার অভিযান জোরদার করেছে আইএসপি ম্যানেজমেন্ট। এই প্রসঙ্গে আইএসপি ম্যানেজমেন্ট স্থানীয় বাসিন্দাদের নোটিশ পাঠিয়ে জমি এবং কোয়ার্টার খালি করার নির্দেশ দিয়েছে।
নোটিশের প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা টাউন অফিসে উপস্থিত হয়ে আইএসপি ম্যানেজমেন্টের কাছে আবেদন জানিয়েছেন। তারা নোটিশ প্রত্যাহারের পাশাপাশি জমি এবং কোয়ার্টার লিজের মাধ্যমে তাদের থাকার অনুমতি দেওয়ার অনুরোধ করেছেন। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, তারা ওই জায়গায় ৫০ বছরেরও বেশি সময় ধরে বসবাস করছেন এবং নিজেদের উদ্যোগে জায়গা পরিষ্কার করে জীবনধারণ করছেন। তাদের মানবিক অবস্থান বিবেচনা করে আইএসপি যেন সহানুভূতির সঙ্গে সিদ্ধান্ত নেয়।
0 মন্তব্যসমূহ
ধন্যবাদ