বার্নপুর, ১২ ফেব্রুয়ারি ২০২৫ ::- আজ থেকে শুরু হল মাধ্যমিক পরীক্ষা ২০২৫। প্রথম দিন ছিল প্রথম ভাষার প্রথম পত্রের পরীক্ষা। তবে বার্নপুরে ঘটল এক মানবিক ও প্রশংসনীয় ঘটনা, যা সকলের হৃদয় ছুঁয়ে গেছে।
হীরাপুর ট্রাফিক গার্ডের ওসি প্রশান্ত মাজি ডিউটিরত অবস্থায় এক পরীক্ষার্থীকে সাহায্য করতে এগিয়ে আসেন। ওই পরীক্ষার্থী বার্নপুর রেলওয়ে স্টেশন রোড থেকে গুরুদুয়ারা স্কুলের পরীক্ষাকেন্দ্রের উদ্দেশ্যে পায়ে হেঁটে দ্রুত যাচ্ছিলেন, কিন্তু সময়ের অভাবে পরীক্ষার হলে পৌঁছানো অনিশ্চিত হয়ে পড়ছিল।
ঠিক তখনই ওসি প্রশান্ত মাজি বিষয়টি লক্ষ্য করেন এবং কোনো দেরি না করে পরীক্ষার্থীকে নিজের মোটরসাইকেলে চাপিয়ে নির্দিষ্ট সময়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেন।
ওসি প্রশান্ত মাজির এই উদ্যোগ শুধুমাত্র একজন পরীক্ষার্থীর ভবিষ্যতের কথা ভেবেই নয়, বরং পুলিশ প্রশাসনের মানবিক মুখ তুলে ধরেছে। স্থানীয় মানুষজন ও শিক্ষকদের কাছ থেকে তিনি প্রশংসিত হয়েছেন এবং এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও সকলকে অনুপ্রাণিত করবে।
এটাই প্রমাণ করে যে পুলিশ শুধু আইন-শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রেই নয়, বরং সাধারণ মানুষের সহায়তায় সবসময় প্রস্তুত।
0 মন্তব্যসমূহ
ধন্যবাদ