বুধবার পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংকের ১৯তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হলো। এই বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে ব্যাংকের কল্যানেশ্বরী শাখার উদ্যোগে এক বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়।
ব্যাংকের পদস্থ আধিকারিকরা জানান, প্রতিষ্ঠা দিবস উপলক্ষে গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে। শুধুমাত্র স্বাস্থ্য পরীক্ষাই নয়, অসুস্থ ব্যক্তিদের বিনামূল্যে ওষুধ প্রদানও করা হয়।
এই শিবিরে অনেক গ্রাহক তাদের স্বাস্থ্য পরীক্ষা করান এবং উপকৃত হন। ব্যাংকের আধিকারিকরা জানান, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ভবিষ্যতেও এমন মানবিক উদ্যোগ গ্রহণ করা হবে।
অনুষ্ঠানে ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন। ব্যাংকের এই মহতী উদ্যোগ সকলের প্রশংসা কুড়িয়েছে।
0 মন্তব্যসমূহ
ধন্যবাদ