গত শুক্রবার আসানসোল উত্তর থানার পাঁচগাছিয়া এলাকায় এক আদিবাসী নাবালিকাকে যৌন হেনস্তার অভিযোগ ওঠে চার যুবকের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় কিশোরীকে হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পর আসানসোল উত্তর থানায় অভিযোগ দায়ের হলে পুলিশ দুই অভিযুক্তকে আটক করলেও বাকি দুইজন প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।
৭২ ঘণ্টা পেরিয়ে গেলেও বাকি অভিযুক্তদের গ্রেপ্তার না করায় রবিবার সকালে আসানসোল উত্তর থানার কন্যাপুর ফাঁড়ির সামনে বিক্ষোভে নামেন আদিবাসী সম্প্রদায়ের মহিলারা। প্রতিবাদী আদিবাসী মহিলা আরতি টুডি জানান, পুলিশ দোষীদের আড়াল করার চেষ্টা করছে। অবিলম্বে বাকি অভিযুক্তদের গ্রেপ্তার না করলে আরও বড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষোভকারীরা।
0 মন্তব্যসমূহ
ধন্যবাদ