শ্রীচৈতন্য মহাপ্রভুর ৫৩৯তম আবির্ভাব তিথি উপলক্ষে মহাসমারোহে শুরু হলো মহাভিষেক অনুষ্ঠান মায়াপুর ইসকনে। মহাপ্রভুর জন্মের সন্ধিক্ষণে চারটি পৃথক মঞ্চে পঞ্চতত্ত্ব ও গৌড়-নিতাইয়ের অভিষেক সম্পন্ন হয় বিভিন্ন প্রকার পবিত্র দ্রব্যাদি দ্বারা।
এদিনের মহাভিষেক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, সাংসদ জগন্নাথ সরকারসহ একাধিক জনপ্রতিনিধি। এছাড়াও, দেশ-বিদেশের অসংখ্য ইসকন ভক্ত ও সাধারণ মানুষ একত্রিত হয়ে এই মহোৎসবে সামিল হন। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের অংশগ্রহণে ইসকন প্রাঙ্গণ এক মিলনমেলায় পরিণত হয়।
যদিও ইসকনে রঙ খেলা হয় না, তবে ভক্তিভরে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান পালনের জন্য ভক্তরা সমবেত হন মায়াপুর ইসকনের পার্কিং ময়দানে, যেখানে দিনভর চলেছে কীর্তন, আরতি ও অন্যান্য আচার-অনুষ্ঠান।
0 মন্তব্যসমূহ
ধন্যবাদ