রানীগঞ্জ মাস্টার প্লান নিয়ে রাজ্য সরকারকে আক্রমণ আগ্নিমিত্রা পালের

 


আসানসোল দক্ষিণের বিধায়ক আগ্নিমিত্রা পাল আজ বিজেপি জেলা পার্টি অফিসে এক প্রেস মিট করেন, যেখানে তিনি রানীগঞ্জ মাস্টার প্লান নিয়ে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন তোলেন।
তিনি জানান, ২০০৯ সালে শুরু হওয়া এই প্রকল্প ২০১৯ সালের মধ্যে সম্পূর্ণ হওয়ার কথা ছিল, কিন্তু ২০২৫ সালেও তা শেষ হয়নি।




বিজেপির রাজ্যসভার সাংসদ শমিক ভট্টাচার্য সংসদে কেন্দ্রীয় কয়লা মন্ত্রীর কাছে এই বিষয়টি উত্থাপন করেন। কয়লা মন্ত্রী জানান, এই প্রকল্পের জন্য যে জমি অধিগ্রহণ করা দরকার ছিল, তার ৫০% জমিও এখনো অধিগৃহীত হয়নি।
আগ্নিমিত্রা পাল বলেন, ৩৬২ একর জমির পরিবর্তে মাত্র ১৫১ একর জমি অধিগ্রহণ করা হয়েছে, যা ৫০%-এরও কম। এছাড়াও, রাজ্য সরকার এখনো তাদের শনাক্ত করেনি যারা ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেড (ECL)-এর এলাকার বাইরে থাকেন।




তিনি অভিযোগ করেন, প্রকল্পের কাজে বিলম্বের ফলে খরচ ৯৩.৩৫% বেড়ে গেছে এবং যে বাড়িগুলো তৈরি হয়েছে, সেগুলোতে চুরি হচ্ছে। ফলে করদাতাদের টাকার অপচয় হচ্ছে এবং প্রশাসনিক ব্যর্থতা প্রকাশ পাচ্ছে।
বিধায়ক আরও বলেন, এই ঘটনা প্রমাণ করে রাজ্যের প্রশাসন সম্পূর্ণ ব্যর্থ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ