বার্নপুরে আইওপিএল সিজন ২.এর জাঁকজমকপূর্ণ সূচনা, আইএসপি কর্মকর্তাদের নেতৃত্বে ৮টি দলের অংশগ্রহণ


বিগত বছর ইস্কো অফিসার্স অ্যাসোসিয়েশন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের অনুকরণে ইস্কো অফিসার্স প্রিমিয়ার লিগ (আইওপিএল) ক্রিকেট টুর্নামেন্টের সূচনা করেছিল। সেই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সন্ধ্যায় বার্নপুর ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে আইওপিএল-এর দ্বিতীয় সংস্করণের জমকালো উদ্বোধন করা হয়।





এই টুর্নামেন্টের মূল লক্ষ্য হলো দলগত কাজ এবং নেতৃত্বগুণকে উৎসাহিত করা, পাশাপাশি আইএসপি কর্মকর্তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ককে আরও দৃঢ় করে খেলাধুলার মানসিকতা গড়ে তোলা।
আইওপিএল সিজন ২.এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্কো ইস্পাত কারখানার ডিরেক্টর ইনচার্জ অনির্বাণ দাসগুপ্ত। এছাড়াও উপস্থিত ছিলেন ইডি (ওয়ার্কস) দীপ্তেন্দু ঘোষ, ইডি (প্রজেক্ট) সুরজিৎ মিশ্র, ইডি (এমএম) অভীক দে, ইডি (ফিন্যান্স) অরূপ মুখার্জি, সিজিএম ইনচার্জ (এইচআর) উমেন্দ্র পাল সিং, সিএমও ইনচার্জ (এম অ্যান্ড এইচএস) ডঃ সুশান্ত সিনহা এবং ইস্কো অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সুশীল কুমার সুমনসহ আরও অনেক বিশিষ্ট কর্মকর্তা।
অনুষ্ঠানে প্রধান অতিথি অনির্বাণ দাসগুপ্ত এবং অন্যান্য অতিথিরা প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এরপর ৮টি দলের জাঁকজমকপূর্ণ পরিচিতি পর্ব সম্পন্ন হয়।
এই প্রতিযোগিতায় আইএসপি কর্মকর্তাদের নেতৃত্বাধীন ৮টি দল অংশগ্রহণ করছে:
র‍্যাপিড র‍্যাপ্টার্স
লাইটনিং লেজেন্ডস
রাইজিং সান
নাইট রাইডার্স
ক্রিকেট ব্যাশার্স
ইমপ্যাক্ট ইগনাইটার্স
ক্রিকেট অ্যাভেঞ্জার্স
স্টার ক্রিকেটার্স
এই প্রতিযোগিতার চূড়ান্ত ফাইনাল ম্যাচ আগামী ৯ মার্চ অনুষ্ঠিত হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ