আসানসোলে বেআইনি নির্মাণ নিয়ে বিজেপি নেতা কৃষ্ণেন্দু মুখার্জির তীব্র আক্রমণ

 


বিজেপির বরিষ্ঠ নেতা কৃষ্ণেন্দু মুখার্জি আসানসোলের বেআইনি নির্মাণ নিয়ে তৃণমূল কংগ্রেস প্রশাসন ও নেতাদের তীব্র আক্রমণ করেন। তিনি অভিযোগ করেন যে বিজেপি দীর্ঘদিন ধরে আসানসোল এবং আশেপাশের এলাকায় বেআইনি নির্মাণের বিরুদ্ধে আওয়াজ তুললেও প্রশাসন কোনো পদক্ষেপ নেয়নি।



তিনি দাবি করেন যে হাটন রোডে বেআইনি নির্মাণের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে এক ব্যক্তি বলছেন যে একজন তৃণমূল নেতার নির্দেশেই এই নির্মাণ হচ্ছে। কৃষ্ণেন্দু মুখার্জির অভিযোগ, হাটন রোডের দুই পাশে অবৈধ দোকান এমনভাবে গড়ে উঠেছে যে জিটি রোড থেকে জেলা হাসপাতালে যাওয়ার প্রধান রাস্তা বন্ধ হয়ে গেছে




তিনি বিস্ময় প্রকাশ করে প্রশ্ন তোলেন, "মেয়র ও মন্ত্রী কি এই অবস্থা দেখছেন না? যদি দেখে থাকেন, তাহলে পদক্ষেপ নিচ্ছেন না কেন?"
বিজেপি নেতা আরও বলেন, "তৃণমূল নেতাদের মদতে আসানসোল পুরনিগম এলাকায় যেভাবে বেআইনি নির্মাণ চলছে, তার ফলেই আজ রাস্তাও বিক্রি হয়ে যাচ্ছে এবং সাধারণ মানুষের চলাচল ব্যাহত হচ্ছে। আসানসোলের মানুষ এই প্রশাসনে বিরক্ত হয়ে উঠেছে এবং ২০২৬ সালের নির্বাচনে তৃণমূলকে সরিয়ে দেবে।"






একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ