বাগুইআটিতে ভুয়ো আয়কর অফিসারের ছদ্মবেশে লুট! সিআইএসএফ কর্মীসহ ৭ জন গ্রেফতার।

 


বাগুইআটির চিনার পার্কে এক চাঞ্চল্যকর প্রতারণার ঘটনা সামনে এসেছে। ভুয়ো আয়কর অফিসারের ছদ্মবেশে একদল প্রতারক একটি ফ্ল্যাটে হানা দিয়ে ২৫ ভরি সোনার গয়না ও ৩ লক্ষ টাকা লুট করে পালায়।


ঘটনাটি ঘটে গত ১৭ মার্চ, যখন ফ্ল্যাটের বাসিন্দারা মনে করেন সত্যিকারের আয়কর দফতরের কর্মকর্তারা হানা দিয়েছেন। তবে, পরে জানা যায় এটি সম্পূর্ণ একটি সাজানো ছক এবং অভিযুক্তদের সঙ্গে আয়কর দফতরের কোনো সম্পর্ক নেই।



পরবর্তীতে, ভুক্তভোগীরা বাগুইআটি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশের তদন্তে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য, যার ভিত্তিতে ৭ জনকে গ্রেফতার করা হয়।গ্রেফতার হওয়া অভিযুক্তদের মধ্যে –৫ জন CISF কর্মী, ১ জন মধ্যস্থতাকারী (মিডলম্যান), এবং ১ জন গাড়ির চালক।



পুলিশ ইতিমধ্যেই তদন্ত চালিয়ে যাচ্ছে এবং এই চক্রের সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে। এমন ভুয়ো আয়কর হানার ঘটনা শহরে বিরল, যা নিরাপত্তা ব্যবস্থার বড় ফাঁকফোকরকেই সামনে এনে দিয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ