আসানসোলে ক্ষত্রিয় সমাজের প্রতিবাদ, রাজ্যসভার সাংসদের বিরুদ্ধে কুশপুত্তলিকা দাহ।

 



আসানসোল :- বুধবার অখিল ভারতীয় ক্ষত্রিয় সমাজ (যুব) আসানসোল শাখা কালী পাহাড়ি মোড়ে প্রতিবাদে সামিল হয়।

বিক্ষোভ কারীরা অভিযোগ করেন যে রাজ্যসভার সাংসদ রামজী লাল সুমন সংসদে বীর যোদ্ধা রানা সাঙ্গার বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করেছেন। এর প্রতিবাদে তাঁর বিরুদ্ধে স্লোগান দেওয়া হয় এবং তাঁর কুশপুত্তলিকা দাহ করা হয়।





প্রতিবাদকারীদের মতে, রানা সাঙ্গা শুধুমাত্র রাজপুত সমাজের নয়, সমগ্র ভারতের গর্বের প্রতীক। সাংসদের বক্তব্যকে তাঁরা অপমানজনক বলে দাবি করেন এবং এটি বীর রাজপুতদের অসম্মান বলে উল্লেখ করেন।
প্রতিবাদে বিভিন্ন রাজপুত সংগঠনের প্রতিনিধি উপস্থিত ছিলেন এবং সাংসদের প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি তোলেন।




তাঁরা প্রশাসনের কাছে দাবি জানান এ ধরনের মন্তব্যের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে, যাতে সমাজে বিভেদ ও অসহিষ্ণুতা না বাড়ে। একইসঙ্গে শীঘ্র সমাধান না হলে বৃহৎ আন্দোলনের হুঁশিয়ারি দেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ