আসানসোলে পরিবহন কর্মীদের জন্য নতুন প্রকল্পের উদ্বোধন, রাজ্য সরকারের উদ্যোগে মিলবে নানা সুবিধা

 




আজ আসানসোল বাসস্ট্যান্ড প্রাঙ্গণে রাজ্যের শ্রম ও আইনমন্ত্রী মালয় ঘটকের নেতৃত্বে পরিবহন কর্মীদের জন্য এক নতুন প্রকল্পের উদ্বোধন করা হয়। রাজ্য সরকারের এই প্রকল্পের মাধ্যমে পরিবহন কর্মীরা চাকরির সময়কাল এবং অবসরের পরেও একাধিক সুবিধা পাবেন।



এই প্রকল্পে অন্তর্ভুক্ত হওয়ার জন্য কর্মীদের নাম নথিভুক্ত করতে হবে। প্রকল্পে নাম নথিভুক্ত করার জন্য ৩০ টাকা ফি ধার্য করা হয়েছে। তবে মন্ত্রী মালয় ঘটক জানিয়েছেন, পরিবহন কর্মীদের সেই ফিও দিতে হবে না— বাসের মালিকরাই তাদের কর্মীদের পক্ষে এই ফি জমা দেবেন। একবার নাম নথিভুক্ত হলে কর্মীরা এই প্রকল্পের বিভিন্ন সুবিধা উপভোগ করতে পারবেন।




মন্ত্রী জানান, ২০১১ সালের আগে পরিবহন কর্মীসহ সাধারণ মানুষের জন্য এমন কোনো সামাজিক সুরক্ষার ব্যবস্থা ছিল না। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দায়িত্ব নেওয়ার পর থেকেই রাজ্যের সব শ্রেণির মানুষের জন্য সামাজিক নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।
আজকের এই অনুষ্ঠানে মন্ত্রী মালয় ঘটক ছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলার আই এন টি টি ইউ সি সভাপতি অভিজিৎ ঘটক, ডেপুটি লেবার কমিশনার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বহু পরিবহন কর্মী।





একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ