এই ভবনটি দেখে অনেকেই ভাবতে পারেন এটি কোনও গরিব বা আশ্রয়হীন মানুষের বসবাসযোগ্য জায়গা। কিন্তু ভুল করবেন না— এটি আসলে একটি সরকারি প্রাইমারি স্কুলের ভবন।
পশ্চিম বর্ধমান জেলার ধেমোমেন কোলিয়ারি এলাকার "ধেমোমেন কোলিয়ারি দুধঘর ফ্রি প্রাইমারি স্কুল" বর্তমানে চরম জীর্ণ অবস্থায় পৌঁছেছে। স্কুল ভবনের ফাটা দেওয়াল, ছাদের ধসে পড়া প্লাস্টার দেখে সহজেই বোঝা যায়, কেমন বিপজ্জনক পরিবেশে শিশুরা পড়াশোনা করতে বাধ্য হচ্ছে।
শনিবার স্কুল ভবনের ছাদের কিছু অংশের প্লাস্টার হঠাৎই ভেঙে পড়ে, ফলে চাঞ্চল্য ছড়ায় স্কুল জুড়ে। পরিস্থিতি বিবেচনায় তৎক্ষণাৎ স্কুল ছুটি ঘোষণা করা হয়। এই ঘটনার পর অনেক অভিভাবক নিজেদের সন্তানকে আর স্কুলে পাঠাতে চাইছেন না, নিরাপত্তা নিয়ে উদ্বেগে রয়েছেন।
জানা গেছে, স্কুলটি ইসিএল (ECL)-এর জমিতে নির্মিত এবং ভবন নির্মাণও ইসিএল করেছে, তবে বর্তমানে এখানে রাজ্য সরকারের অধীন শিক্ষকরা পাঠদান করেন।
এই স্কুলে বর্তমানে প্রায় ১৩০ জন ছাত্রছাত্রী পড়াশোনা করে। স্কুলের টিচার ইনচার্জ যতীন্দ্র প্রসাদ জানান, স্কুল ভবনের মেরামতির জন্য তিনি বহুবার বিভাগীয় কর্তৃপক্ষকে লিখিতভাবে আবেদন করেছেন। কর্তৃপক্ষ পরিদর্শন করেও মেরামতির আশ্বাস দিয়েছিলেন, কিন্তু বাস্তবে কাজ শুরু হয়নি।
বর্তমানে ছাদের প্লাস্টার পড়ে যাওয়ার ঘটনায় বড়সড় দুর্ঘটনার আশঙ্কা আরও বেড়েছে।
0 মন্তব্যসমূহ
ধন্যবাদ