আসানসোল, ১৯ মে: সোমবার আসানসোল পৌরনিগমে চলতি মে মাসের কাউন্সিলরদের বোর্ড বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক পরিচালনা করেন চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়। উপস্থিত ছিলেন মেয়র বিধান উপাধ্যায়, দুই ডেপুটি মেয়র ওয়াসিমুল হক ও অভিজিৎ ঘটক, মেয়র পারিষদ, বোরো চেয়ারম্যান এবং সমস্ত কাউন্সিলার।
বৈঠকে মূলত আসানসোল শহরের যানজট, জল জমা ও পার্কিং সমস্যার সমাধান নিয়ে বিস্তৃত আলোচনা হয়। অমরনাথ চট্টোপাধ্যায় জানান, হটন রোডের যানজট নিরসনে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। একটি নতুন ড্রেন তৈরি করা হচ্ছে যা হটন রোড থেকে জিটি রোড পর্যন্ত জল নিষ্কাশনে সহায়তা করবে। এজন্য রাস্তার পাশের অবৈধ দখলদারদের সরিয়ে দেওয়া হবে।
তিনি জানান, মঙ্গলবার মেয়র বিধান উপাধ্যায়ের নেতৃত্বে পুরনিগমের এক প্রতিনিধি দল হটন রোড পরিদর্শনে যাবে। অবৈধ দোকানদারদের বৃহস্পতিবারের মধ্যে দোকান সরিয়ে নিতে বলা হবে। বিকল্প ব্যবস্থার কথাও ভাবা হয়েছে। এর পাশাপাশি, বর্ষার আগেই শহরের ছয়টি রাস্তা নির্মাণ ও কিছু ছোট রাস্তা মেরামতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মেয়র বিধান উপাধ্যায় জানান, রাস্তা নির্মাণের টেন্ডার ইতিমধ্যেই হয়ে গেছে। জল জমার সমস্যা সমাধানে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে, বিশেষ করে গোপালপুরের মতো এলাকায় যেখানে অল্প বৃষ্টিতেই জল জমে যাচ্ছে।
পার্কিং সমস্যা নিয়েও আলোচনা হয়েছে। ১৩ নম্বর পার্কিং এলাকাকে অটো স্ট্যান্ডে পরিণত করা হবে। এই নিয়ে পুলিশ প্রশাসনের সঙ্গেও সমন্বয় করা হচ্ছে।
মেয়র স্পষ্ট জানান, নির্ধারিত সময়ের মধ্যে হটন রোডের অবৈধ দখল না সরালে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। খুব শীঘ্রই যানজটমুক্ত ও সুসংগঠিত শহর গঠনের লক্ষ্যে কাজ শুরু হবে বলে আশ্বাস দেন তিনি।
0 মন্তব্যসমূহ
ধন্যবাদ