আসানসোলের হটন রোড — শহরের অন্যতম ব্যস্ত একটি এলাকা। এই রোডের ধারে ও নর্দমার উপর গড়ে উঠেছে একাধিক দোকান। এর ফলে একদিকে যেমন তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে, অন্যদিকে অল্প বৃষ্টিতেই এলাকা জলমগ্ন হয়ে পড়ছে। এই সমস্যার স্থায়ী সমাধানে উদ্যোগী হয়েছে আসানসোল পৌরনিগম।
মঙ্গলবার আসানসোল পৌরনিগমের মেয়র বিধান উপাধ্যায় স্বয়ং হটন রোড এলাকায় পরিদর্শনে যান। তার সঙ্গে ছিলেন পৌরনিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় এবং অন্যান্য আধিকারিকরা।
এদিন মেয়র দোকানদারদের সঙ্গে কথা বলে তাদেরকে অনুরোধ করেন যাতে নর্দমার উপর থেকে তারা স্বেচ্ছায় সরে যান। তিনি জানান, ওই এলাকায় ড্রেন নির্মাণের কাজ শুরু হবে খুব শীঘ্রই। সেইসাথে টোটো ও অন্যান্য যানবাহনের জন্য পার্কিংয়ের ব্যবস্থাও পরিকল্পনার মধ্যে রয়েছে।
মেয়র বলেন, শহরবাসীর স্বার্থে এবং বর্ষার আগে জলজট সমস্যা দূর করতে হকারদের সরানো জরুরি। পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনে আইনগত ব্যবস্থাও নেওয়া হতে পারে বলে ইঙ্গিত দেন তিনি।
0 মন্তব্যসমূহ
ধন্যবাদ