ভারী বৃষ্টির মাঝেও ডেমোক্রেটিক সেল আইএসপি এমপ্লয়িজ প্যানেলের জয় – বার্নপুরের ভারতী ভবনের নির্বাচনে পাল্টে গেল চিত্র

 





ইস্পাত নগরী বার্নপুরের সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে পরিচিত ভারতী ভবনের কার্যকরী কমিটির নির্বাচনডেমোক্রেটিক সেল আইএসপি এমপ্লয়িজ প্যানেল বড়সড় জয় ছিনিয়ে নিয়েছে। প্রথমবার নির্বাচনে অংশ নিয়ে এই প্যানেল সাংস্কৃতিক ঐতিহ্য ভারতী ভবনকে রক্ষা ও উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের মন জয় করে নেয়।


মোট ৫৬৯ জন ভোটারের মধ্যে ৪৭০ জন ভোট প্রদান করেন। যদিও দিনের বেলায় ভারী বৃষ্টির কারণে বেশ কিছু ভোটার উপস্থিত হতে পারেননি, যার ফলে কিছুটা ভোটদানে ভাটা পড়ে। তবুও, সেই বাধা পেরিয়ে জয় ছিনিয়ে নেয় ডেমোক্রেটিক সেল।


নির্বাচিত প্রার্থীদের নাম:
মহাসচিব: আলোক কুমার দাস
কোষাধ্যক্ষ: সঞ্জয় রায়
সাংস্কৃতিক সচিব: অরিন্দম ব্যানার্জী
ক্রীড়া সচিব: অভিজিৎ দাস
গ্রন্থাগার সচিব: অভিজিৎ মাঝি
প্রতিনিধি (৪ জন): মানস সরকার, রুদ্রপ্রসাদ চক্রবর্তী, শান্তনু চট্টোপাধ্যায় ও উত্তম মজুমদার
নির্বাচনের ফলাফল ঘোষণা হতেই ডেমোক্রেটিক সেল আইএসপি এমপ্লয়িজ প্যানেলের সমর্থকদের মধ্যে উল্লাস ও বিজয় মিলনের পরিবেশ সৃষ্টি হয়। ভারতী ভবনের মতো একটি সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষার লড়াইয়ে এই জয় ভবিষ্যতে নতুন দিশা দেখাবে বলেই আশাবাদী প্যানেল সদস্যরা।






একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ