হিরাপুর থানার তৎপরতায় ঘণ্টার মধ্যে ফিরে এল মহামূল্যবান ব্যাগ — প্রশংসায় ভাসলেন পুলিশকর্মীরা

 






২০২৫ সালের ২১ মে সন্ধ্যা ৮টা নাগাদআদিত্য কুমারের পুত্র মোহন কুমার হিরাপুর থানায় এসে একটি অভিযোগ দায়ের করেন। তিনি জানান, তিনি বার্নপুর রেলস্টেশন থেকে টোটো করে বার্নপুর রিভারসাইড টাউনে তাঁর দাদার বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন। "টানেল গেট বামদিকের" কাছে টোটো থেকে নামার পর তিনি বুঝতে পারেন যে, অসাবধানতাবশত তাঁর ব্যাগটি টোটোতেই রয়ে গেছে
ব্যাগটিতে ছিল একটি ল্যাপটপ, আইপ্যাড, মোবাইল ফোন, হেডফোন, চার্জার, নগদ টাকা ও বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র




ঘটনার পরপরই মোহন কুমার হিরাপুর থানায় একটি মিসিং কমপ্লেন দায়ের করেন। হিরাপুর থানার ওসি-র নির্দেশে একটি তদন্তকারী দল গঠন করা হয়, যেখানে ছিলেন এসআই অজিত কুম্দু, এসআই অঞ্জন মণ্ডল, এসআই সুভাশীষ ব্যানার্জি, এমডি জাকী আলম এবং হিরাপুর থানার পিসি পার্টি
রাস্তায় থাকা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে প্রায় এক ঘণ্টার মধ্যে পুলিশ ওই টোটো এবং ব্যাগ শনাক্ত করতে সক্ষম হয়। পরে হিরাপুর থানার ইনস্পেক্টর ইনচার্জ স্বয়ং ব্যাগটি মালিকের হাতে তুলে দেন
ব্যাগ ফিরে পেয়ে মোহন কুমার ও তাঁর পিতা আদিত্য কুমার হিরাপুর থানার পুলিশ বিভাগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাঁদের দ্রুত পদক্ষেপ ও নিষ্ঠার জন্য ভূয়সী প্রশংসা করেন




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ