আসানসোল পৌরনিগমের উদ্যোগে রবীন্দ্র জয়ন্তী উদযাপন, শোভাযাত্রা ও আলোচনা সভায় কবিগুরুর জীবন ও দর্শনের স্মরণ

 





আসানসোল: আসানসোল পৌরনিগমের উদ্যোগে আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে রবীন্দ্র ভবন প্রাঙ্গণে এক মনোজ্ঞ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এর আগে আসানসোল পুরনিগমের পক্ষ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়, যেখানে বিপুল সংখ্যক স্কুল পড়ুয়া ঐতিহ্যবাহী বাঙালি পোশাকে অংশগ্রহণ করে।
শোভাযাত্রায় উপস্থিত ছিলেন আসানসোল পৌরনিগমের মেয়র বিধান উপাধ্যায় চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়, ডেপুটি মেয়র ওয়াসিম উল হক, এমএমআইসি অভিজিৎ ঘটক, গুরুদাস চট্টোপাধ্যায়, সুব্রত অধিকারী সহ বহু পুরনিগমের আধিকারিক ও কর্মীরা। শোভাযাত্রা শেষে রবীন্দ্র ভবনে উপস্থিত হয়ে সকলে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিমায় মাল্যদান ও শ্রদ্ধা নিবেদন করেন।




অনুষ্ঠানে বক্তারা রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন, সাহিত্যকীর্তি ও মানবতাবাদী দর্শনের উপর আলোকপাত করেন। তাঁরা বলেন, রবীন্দ্রনাথ শুধু একজন কবি নন, তিনি নিজেই একটি প্রতিষ্ঠান। তিনি কেবলমাত্র নিজস্ব পরিবেশের উন্নয়নের কথা ভাবেননি, সমগ্র বিশ্বকে নিজের পরিবার মনে করে বিশ্বমানবতার কল্যাণের জন্য চিন্তা করেছেন। তিনি কখনও নিজেকে সীমাবদ্ধতার মধ্যে আবদ্ধ রাখেননি, সর্বদা নিজের চিন্তা, ভাবনা ও আবেগকে প্রসারিত করেছেন।




বক্তারা আরও বলেন, আজ যখন আমরা সংকীর্ণ চিন্তার সীমানায় বন্দি হয়ে পড়ছি, তখন রবীন্দ্রনাথের আদর্শ আমাদের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক। তিনি এমন একজন মানুষ, যিনি ভারতকে বিশ্ব মানচিত্রে নতুন পরিচয় এনে দিয়েছেন। তাই সমগ্র ভারতবাসী চিরকাল তাঁর প্রতি কৃতজ্ঞ থাকবে ও নত মস্তকে শ্রদ্ধা জানাবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ