সালানপুর:- সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেস এবং আদিবাসী সেল-এর যৌথ উদ্যোগে আয়োজিত হলো ১৭১তম হুল দিবস। এই বিশেষ অনুষ্ঠানটি আয়োজিত হয় আল্লাডি এলাকায়।অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারাবনি বিধায়ক ও আসানসোল পৌরনিগমের মেয়র বিধান উপাধ্যায়। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন:জেলা পরিষদ কর্মাধ্যক্ষ মহম্মদ আরমান,জেলা পরিষদ সদস্য বেবি মণ্ডল,সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কৈলাস পতি মণ্ডল, সহ-সভাপতি বিদ্যুৎ মিশ্র
তৃণমূল ব্লক সহ-সভাপতি ভোলা সিং এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তি ও কর্মীবৃন্দ।
অনুষ্ঠানের সূচনা হয় পতাকা উত্তোলন ও বীর সিধু-কানুর প্রতিকৃতিতে মাল্যদান-এর মাধ্যমে।
এদিন বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায় তাঁর বক্তব্যে বলেন, "ভারতবর্ষকে স্বাধীন করতে আদিবাসী সমাজের অবদান অনস্বীকার্য। বীর সিধু ও কানুর মতো অসংখ্য মানুষ নিজেদের জীবন উৎসর্গ করেছেন দেশের জন্য। আমরা প্রতি বছর তাঁদের স্মরণ করে শ্রদ্ধা জানাই, ঠিক তেমনই এই বছরও তাঁদের প্রতি আমাদের কৃতজ্ঞতা জানাতে এই আয়োজন।"
হুল দিবস উপলক্ষে এলাকার আদিবাসী সম্প্রদায়ের মানুষদের মধ্যে উৎসাহ ও আবেগ দেখা যায়। তাঁরা নিজেদের ঐতিহ্য ও ইতিহাসকে সম্মান জানিয়ে সাংস্কৃতিক পরিবেশনারও আয়োজন করেন।
0 মন্তব্যসমূহ
ধন্যবাদ