কলকাতা বিধানসভায় সোমবার বিজেপি বিধায়কদের বিক্ষোভ এবং শ্লোগান দেওয়াকে কেন্দ্র করে আসানসোল দক্ষিণের বিধায়িকা অগ্নিমিত্রা পলসহ চার বিজেপি বিধায়ককে চলতি অধিবেশন থেকে সাসপেন্ড করা হয়েছে। অভিযোগ, তাঁদের মধ্যে কয়েকজনকে জোরপূর্বক বিধানসভা চত্বর থেকে বের করে দেওয়া হয়েছে। এই ঘটনার প্রতিবাদে গোটা রাজ্যের সঙ্গে বার্নপুরেও দেখা গেল বিজেপির তীব্র প্রতিক্রিয়া।
সোমবার সন্ধ্যায় বার্নপুর ত্রিবেণী মোড়ে বিজেপি কর্মী ও সমর্থকরা পথ অবরোধ করে অবস্থান বিক্ষোভে সামিল হন। তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে স্লোগান দিতে দিতে তাঁরা টায়ার জ্বালিয়ে ক্ষোভ প্রকাশ করেন।
খবর পেয়ে হীরাপুর থানার বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছে অবরোধ তুলতে গেলে বিজেপি কর্মীদের সঙ্গে পুলিশের তীব্র বচসা ও ধস্তাধস্তি হয়। উত্তপ্ত পরিস্থিতিতে বিজেপি কর্মীরা নানান স্লোগানে রাজ্য সরকারের বিরুদ্ধে আন্দোলন জারি রাখেন।
শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বেশ কয়েকজন বিজেপি কর্মীকে আটক করে থানায় নিয়ে যায়। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে, যতদিন না বিধানসভায় তাঁদের সঙ্গে হওয়া এই ‘অন্যায়ের’ বিচার হয়, ততদিন এই প্রতিবাদ আন্দোলন চলবে।
0 মন্তব্যসমূহ
ধন্যবাদ